You must need to login..!
Description
পাবনা থেকে আব্দুল খালেক পিভিএম।। উত্তর জনপদ বগুড়ায় অবস্থিত দেশের শীর্ষ স্থানীয় এনজিও টিএমএসএস পরিচালিত টিএমএসএস পাবলিক স্কুল এন্ড কলেজে কম্পিউটার ল্যাব স্থাপনের জন্য স্টেট ব্যাংক অব ইন্ডিয়া কর্তৃক ১৫টি কম্পিউটার প্রদান করা হয়েছে।২৪/০৬/২০২২ তারিখ স্টেট ব্যাংক অব ইন্ডিয়া কর্তৃক CSR হিসাবে টিএমএসএস পাবলিক স্কুল অ্যান্ড কলেজ অডিটোরিয়ামে এক বিশেষ অনুষ্ঠানের মাধ্যমে এ কম্পিউটার প্রদান করা হয়। এ উপলক্ষে আলোচনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
টিএমএসএস পাবলিক স্কুল এন্ড কলেজের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান ও টিএমএসএসের উপদেষ্টা আয়শা বেগমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে দিক নির্দেশনা মূলক বক্তব্য দেন ও কম্পিউটার প্রদান করেন স্টেট ব্যাংক অব ইন্ডিয়া বাংলাদেশ অপারেশনের কান্ট্রি হেড ড. প্রকাশ চান্দ সাবো। স্টেট ব্যাংক অব ইন্ডিয়া প্রতিনিধি দলের অন্যদের মধ্যে ইনসেপশান এন্ড অডিট শাখার ডিজিএম মি. গোপি কৃষ্ণ,চিপ ম্যানেজার যথাক্রমে মি. শিব নিবাস ত্রিবেদী,মি.শ্যাম সুন্দর ও ডিপুটি চিপ অপারেটিং অফিসার গৌরব চক্রবর্তী এবং টিএমএসএস প্রতিনিধি হিসাবে উপস্থিত ছিলেন টিএমএসএসের উপনির্বাহী পরিচালক ২ ডাঃ মতিউর রহমান,উপনির্বাহী পরিচসলক ৩ ও সেক্টর প্রধান মোঃ সোহরাব আলী খান,হেম অপারেশান এন্ড আই টি বিভাগের পরিচালক মোঃ মাহাবুবর রহমান,কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ আমানত আলী ও পিএস টু ইডি টি মোঃ রফিকুল ইসলাম প্রমুখ। অনুষ্ঠানে স্টেট ব্যাংক অব ইন্ডিয়া এর কান্ট্রি হেড ড.প্রকাশ চান্দ সাবো এর নিকট থেকে ১৫ টি কম্পিউটার গ্রহণ করেন টিএমএসএস পাবলিক স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ প্রফেসর মো.আমানত আলি।এ সময় কলেজ পরিচালনা পর্ষদ সদস্য,সকল শিক্ষক,শিক্ষার্থী,কর্মচারী,অন্য প্রতিষ্ঠানের শিক্ষকমন্ডলী,টিএমএসএসের কর্মকর্তাবৃন্দ,বিভিন্ন শ্রেণী পেশার মানুষ,গন্যমান্য ব্যক্তিবর্গ,ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার প্রতিনিধি উপস্থিত ছিলেন। টিএমএসএস পাবলিক স্কুল এন্ড কলেজ পরিচালনা পর্ষদের চেয়ারম্যান ও টিএমএসএসের উপদেষ্টা আয়শা বেগম স্টেট ব্যাংক অব ইন্ডিয়া কর্তৃপক্ষ কে তাদের প্রতিষ্ঠানে ল্যাব স্থাপনের জন্য কম্পিউটার প্রদান করায় ধন্যবাদ জানান ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।