ফুলবাড়ীয়ায় ডিজিটাল উদ্ভাবনী মেলার উদ্বোধন

image

You must need to login..!

Description

এনায়েতুর রহমান, ফুলবাড়ীয়া থেকে: ময়মনসিংহের ফুলবাড়ীয়ায় উদ্ভাবনী জয়োল্লাসে স্মার্ট বাংলাদেশ” এই প্রতিপাদ্যে ডিজিটাল মেলার উদ্বোধন করা হয়েছে।
বুধবার (৯ নভেম্বর) সকালে ফুলবাড়ীয়া উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ চত্ত্বরে এ উদ্ভাবনী মেলার আয়োজন করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ নাহিদুল করিমের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল মালেক সরকার।
উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শরাফ উদ্দিন শর ,মহিলা ভাইস চেয়ারম্যান মোছাঃ পারভীন সুলতানা, উপজেলা স্বাস্থ্য ও প. প. কর্মকর্তা ডাঃ বিধান চন্দ্র দেবনাথ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ সাখাওয়াত হোসেন, মৎস্য কর্মকর্তা হাবিবুর রহমান তালুকদার, পরিবার পরিকল্পনা কর্মকর্তা আতিকুন নাহার প্রমূখ।
এছাড়াও উপজেলার বিভিন্ন দফতর প্রধান, গণমাধ্যমকর্মী, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ উপস্থিত ছিলেন।
ডিজিটাল উদ্ভাবনী মেলায় সরকারি বিভিন্ন দফতর এতে অংশগ্রহণ করে। পরে অতিথিবৃন্দ বিভিন্ন স্টল ঘুরে দেখেন। এতে ২০টি স্টল নিজেদের পণ্য প্রযুক্তি দর্শনার্থীদের মাঝে উপস্থাপন করেন।

প্রধান সম্পাদকঃ
মতিউল আলম

সম্পাদক ও প্রকাশকঃ
মাকসুদা আক্তার