You must need to login..!
Description
শফিকুল ইসলাম, আগামীকাল থেকে ময়মনসিংহে শুরু হচ্ছে দুইদিন ব্যাপী ডিজিটাল উদ্ভাবনী মেলা ২০২২।এই উপলক্ষে ময়মনসিংহ সংবাদ সম্মেলনের আয়োজন করেছে জেলা প্রশাসন।
গতকাল বিকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক মোঃএনামুল হক তাঁর বক্তব্যে বলেন,ময়মনসিংহ নগরীর সার্কিট হাউজ মাঠ প্রঙ্গনে সারা দেশের মতো দুইদিন ব্যাপী ডিজিটাল উদ্ভাবনী মেলা অনুষ্ঠিত হবে।
শুভ উদ্বোধন করা হবে আজ সকাল ১০টায় চলবে শনিবার বিকাল ৩টা পর্যন্ত। এ মেলায় প্যাভিলিয়ন-১ থাকবে উদ্ভাবনী অলিম্পিয়াড, স্টল থাকবে ৩৯টি(প্রতিটি উপজেলা থেকে ৩টি)।প্যাভিলিয়ন-২ থাকবে ডিজিটাল সেবা প্রদানকারী সকল সরকারি প্রতিষ্ঠান স্টল থাকবে ২০টি।প্যাভিলিয়ন-৩ থাকবে হাতের মূঠোয় সেবা-ই কর্মাসসহ সরকারি-বেসরকারি সকল আর্থিক প্রতিষ্ঠান,স্টল থাকবে ১১টি।
প্যাভিলিয়ন-৪ থাকবে শিক্ষা,দক্ষতা উন্নয়ন ও কর্মসংস্থান কারিগরি ও প্রশিক্ষণ প্রদানকারী সরকারি বেসরকারি প্রতিষ্ঠান,স্টল থাকবে ৮টি।শনিবার বিকালে বিজয়ীদের মাঝে পুরস্কার প্রদান করা হবে।
প্যাভিলিয়ন-১ অর্থাৎ উদ্ভাবনী অলিম্পিয়াড অনুষ্ঠিত হবে ৩ টি গ্রুপে এবং এই ৩টি গ্রুপ থেকে প্রতিটি গ্রুপে ৩ জনকে নির্বাচন করে মোট ৯টি
পুরস্কার প্রদান করা হবে প্যাভিলিয়ন ১থেকে।বাকী ৩টি প্যাভিলিয়ন থেকে ৩টি স্টলকে বিজয়ী নির্বাচন করে পুরস্কার প্রদান করা হবে।
সংবাদ সম্মেলনে অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোঃসফিকুল ইসলাম অন্যান্য কর্মকতাসহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় সাংবাদিক বৃন্দ উপস্থিত ছিলেন।