ফুলবাড়ীয়ায় যুবকের গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা

ফুলবাড়ীয়ায় যুবকের গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা

BMTV Desk No Comments

ফুলবাড়ীয়া (ময়মনসিংহ) প্রতিনিধি ঃ

ময়মনসিংহের ফুলবাড়ীয়া উপজেলার রঘুনাথপুর গ্রামের আসাদুজ্জামান সোহাগ (৩৫) নামের এক যুবক গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে।
গতকাল বুধবার সকালে উপজেলার রঘুনাথপুর গ্রামের নিজ গোয়াল ঘর থেকে তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়। আসাদুজ্জামান সোহাগ রঘুনাথপুর বাজার কম্পিউটার ও ফটোস্ট্যাট ব্যবসায়ী।
পারিবারিক সূত্রে জানা যায়, সকালে সোহাগকে ঘরের বাইরে থেকে তার মা ডাকাডাকি করে ভেতর থেকে কোনো আওয়াজ না পাওয়ায় মা ঘরের ভেতরে গিয়ে দেখে সোহাগ বিছানায় নেই। মা অনেক খোজাখুজি করে গোয়াল ঘরে গিয়ে দেখে বাশেঁর আড়ার সঙ্গে গলায় দঁড়ি পেঁচানো অবস্থায় ঝুলছে সোহাগ। ধারণা করা হচ্ছে তিনি ভোর সকাল কোনো এক সময় আত্মহত্যা করেছেন।
স্থানীয় সারুয়ার আলম রুকন তরফদার বলেন সোহাগের পিতা জাকারিয়া হোসেন লেবু ৩০বছর পূর্বে একই ভাবে আতœহত্যা করে। সোহাগ বাবা মা’র একমাত্র সন্তান পিতার মত ছেলেও চলে গেল।
ফুলবাড়ীয়া থানার ওসি তদন্ত শেখ জহিরুল ইসলাম মুন্না ঘটনার সততা নিশ্চিত করে জানান সোহাগ গোয়াল ঘরের বাশেঁর আড়ার সঙ্গে ঝুলে আতœহত্যা করেছে।##