ময়মনসিংহের মুক্তাগাছায় বিএনপির মেয়র প্রার্থীর প্রচারে হামলার অভিযোগে সাংবাদিক সন্মেলন

image

You must need to login..!

Description

বিএমটিভি নিউড ডেস্কঃ
ময়মনসিংহের মুক্তাগাছা পৌররসভা নির্বাচনে বিএনপির গনসংযোগে হামলার প্রতিবাদে ও দোষীদের বিচার দাবিতে জরুরী সাংবাদিক সন্মেলন অনুষ্ঠিত হয়েছে। আজ দুপুর বারটায় মুক্তাগাছা বিএনপির সভাপতি জাকির হোসেন বাবলুর ময়মনসিংহ শহরের বাসায় এই সাংবাদিক সন্মেলনে করেন মুক্তাগাছা পৌরসভার বর্তমান মেয়র ও মেয়র প্রার্থী শহীদুল ইসলাম। এ সময় মুক্তাগাছা বিএনপির
সভাপতি ও ময়মনসিংহ দক্ষিন জেলা বিএনপির যুগ্ম আহব্বায়ক জাকির হোসেন বাবলু, মুক্তাগাছা উপজেলা বিএনপির সহ সভাপতি হাফিজুর রহমান রতন, সাধারণ সম্পাদক জাকারিয়া হারুন, পৌর বিএনপির সহসভাপতি শওকত রানাসহ মুক্তাগাছা ও ময়মনসিংহ বিএনপির বিএনপির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সোমবার দুপুর দেড়টায় এই হামলার ঘটনাটি ঘটেছে।
বিএনপি মেয়রপ্রার্থী অভিযোগ করে বলেন, তিনি এবং মুক্তাগাছা উপজেলা বিএনপির সভাপতি ও ময়মনসিংহ দক্ষিন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক জাকির হোসেন বাবলুসহ নেতাকর্মীদের সাথে নিয়ে দরগাপাড়া এলাকায় নির্বাচনী গনসংযোগ করছিলেন। এ সময় তাদের ওপর ছাত্রলীগ যুবলীগেরে নেতাকর্মীরা লাঠি দা নিয়ে হামলা চালিয়েছে।
হামলার ঘটনায় কাউন্সিলার প্রার্থী ও উপজেলা ছাত্রদলের আহ্বায়ক কাজি রিপন, দশ নং ইউনিয়ন মেম্বার তারা মিয়া ও বিএনপি কর্মী জাবেদ ও সজীব সহ আরো অনেকেই আহত হয়েছেন বলে দাবি করা হয়েছে। আহতেরা বিভিন্ন হাসপাতাল ও ক্লিনিকে চিকিৎসা নিয়েছেন।
বিএনপির মেয়র প্রার্থী অভিযোগ করেন, প্রতীক পেয়ে নির্বাচনী গনসংযোগ শুরুর দিন থেকেই তার গনসংযোগে হামলা, পোষ্টার ছিড়ে ফেলাসহ নেতাকর্মীদের হুমকি ধামকি দেওয়া হচ্ছে। বাড়ি বাড়ি হানা দিয়ে বিএনপির সাম্ভাব্য এজেন্ট ও নির্বাচনী প্রচারে জড়িত নেতাকর্মী সমর্থকদের হুমকি দিয়ে আসছে ছাত্রলীগ যুবলীগের নেতাকর্মীরা।
মুক্তাগাছা বিএনপির সভাপতি জাকির হোসেন বাবলু দাবী করেন, নির্বাচন সুষ্ট করতে প্রত্যেক কেন্দ্রে একজন করে ম্যাজিস্ট্রেট ও পর্যাপ্ত আইন শৃংখলা বিহিনী নিযুক্ত করতে হবে।
এ বিষয়ে সোমবার রাতে ময়মনসিংহ জেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং অফিসার দেওয়ান সারোয়ার জাহানের কাছে লিখিত অভিযোগ দিয়েছেন বিএনপির মেয়র প্রার্থী শহীদুল ইসলাম।
জেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং অফিসার দেওয়ান সারোয়ার জাহানে, বলেছেন, আমি একটি অভিযোগ পেয়েছি। যা করনীয় তা করা হবে

প্রধান সম্পাদকঃ
মতিউল আলম

সম্পাদক ও প্রকাশকঃ
মাকসুদা আক্তার