মাতৃভাষা দিবস উপলক্ষে ময়মনসিংহ জেলা প্রশাসনের আলোচনা সভা ও পুরস্কার বিতরণী

মাতৃভাষা দিবস উপলক্ষে ময়মনসিংহ জেলা প্রশাসনের আলোচনা সভা ও পুরস্কার বিতরণী

bmtv new No Comments

মতিউল আলম, বিএমটিভি নিউজ ঃ শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে জেলা প্রশাসনের উদ্যোগে রোববার বিকেলে ময়মননসিংহ শিল্পকলা একাডেমী মিলনায়তনে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।

আলোচনা জেলা প্রশাসক মোঃ  মিজানুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন গণপূর্ত প্রতিমন্ত্রী শরীফ আহমেদ এমপি। বিশেষ অতিথির বক্তব্য রাখেন ময়মনসিংহ সিটি করপোরেশনের মেয়র ইকরামুল হক টিটু, বিভাগীয় কমিশনার কামরুল হাসান এনডিসি, পুলিশের রেঞ্জ ডিআইজি ব্যারিস্টার হারুন অর রশিদ, জেলা পরিষদ চেয়ারম্যান অধ্যাপক ইউসুফ খান পাঠান,  পুলিশ সুপার আহমার উজ্জামান, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এড মোয়াজ্জেম হোসেন, মহানগর আওয়ামীলীগের সভাপতি এহতেশামুল আলম  প্রমুখ।

আলোচনা সভা শেষে সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান হয়। বাংলাদেশ শিশু একাডেমী ময়মনসিংহ জেলা শাখা আয়োজিত দেশাত্মবোধক গানের প্রতিযোগিতায় বিদ্যাময়ী সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ের ৫ম  শ্রেনীর ছাত্রী গুলেনূর আলম মারিয়া “ক” বিভাগে প্রথম পুরস্কার লাভ করে । মারিয়া প্রধান অতিথি গণপূর্ত প্রতিমন্ত্রী শরীফ আহমেদ এমপির  কাছ থেকে পুরস্কার নেন।