কোতোয়ালী পুলিশের হাতে সাজাপ্রাপ্ত পলাতকসহ  গ্রেফতার ১৫

কোতোয়ালী পুলিশের হাতে সাজাপ্রাপ্ত পলাতকসহ গ্রেফতার ১৫

bmtv new No Comments

স্টাফ রিপোটার, বিএমটিভি নিউজঃগত ২৪ ঘন্টায় ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানা পুলিশ অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধের দায়ে মোট ১৫ জনকে গ্রেফতার করেছে।

ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানা ওসি শাহ আকন্দ জানান, এস(নিঃ) অসীম কুমার দাস এর নেতৃত্বে একটি টীম অভিযান চালিয়ে কোতোয়ালী মডেল থানার সানকিপাড়া রেলক্রসিং এর সামনে স্বপন ভ্যারাইটিজ ষ্টোরের সামনে হতে নিয়মিত মামলার আসামী আকুয়া ভাঙ্গাপুল এলাকার রিয়াদ(২২) কে গ্রেফতার করেন।

এসআই(নিঃ) কুমোদ লাল দাস এর নেতৃত্বে একটি টীম অভিযান চালিয়ে কোতোয়ালীর ২৮নং দূর্গাবাড়ী রোড তালুকদার এন্ড সাহা মেডিসিন মার্কেটে মৃনাল মেডিসিন দোকান হতে নিয়মিত মামলার আসামী হালুয়াঘাটের ৭নং শাকুয়াইল বাট্রা নয়াপাড়ার মৃনাল পাল(২৯) ও রহমতপুরের আকাশ (১৭), কে গ্রেফতার করেন।
এসআই(নিঃ) দিদার আলম, এএসআই(নিঃ) ইলিয়াছ খান, এসআই শুভ্র সাহা, এসআই রাশেদুল ইসলাম, এসআই টিটু সরকার, এসআই আনোয়ার হোসেন-১, এএসআই আল আমীন, এএসআই নূরে আলম কোতোয়ালী মডেল থানা এলাকার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে জিআর গ্রেফতারী পরোয়ানায় ৮ জন এবং ২টি সিআর সাজা প্রাপ্ত সহ গ্রেফতারী পরোয়ানায় ৪জন সহ মোট ১২জন ওয়ারেন্ট ভূক্ত আসামীদের গ্রেফতার করেন। জিআর গ্রেফতারী পরোয়ানায় ৬৮/বি, বাঘমারার তুহিন, ,আকুয়া চৌরঙ্গীর মোড় বাজারের লিমন হায়দার, ও লিলন হায়দার, আকুয়া দক্ষিন পাড়া, মনসুর বেপারীর বাড়ী, মোজাম্মেল হোসেন,আরকে মিশন রোড, পারভেজ, পুলিশ লাইন, উত্তরার রফিকুল ইসলাম ওরফে মুল্লুক, পাটগুদাম রেলীরমোড়ের (খাদ্য গুদামের পেছনে)পাভেলচর ভবানীপুরের খোরশেদুল আলম খোকন গ্রেফতার করা হয়।
সিআর গ্রেফতারী পরোয়ানায় ২ জন রহমতপুরের আসাদুজ্জামান সোহেল, গন্দ্রপা বাইন্নাবাড়ীর আমানুল্লাহ এবং সিআর সাজা গ্রেফতারী পরোয়ানায় ০২ জন অষ্টধার বাজার মোঃ আসাদুজ্জামান,-খাগডহরের হারুনুর রশিদকে গ্রেফতার করা হয়। সকলেই -ময়মনসিংহ কোতোয়ালীর বাসিন্দা।
প্রত্যেককে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।