শিশু অধিকার সপ্তাহ ২০২২ এর সমাপনী উপলক্ষে ময়মনসিংহে আলোচনা, পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান

শিশু অধিকার সপ্তাহ ২০২২ এর সমাপনী উপলক্ষে ময়মনসিংহে আলোচনা, পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান

BMTV Desk No Comments

স্টাফ রিপোটার, বিএমটিভি নিউজঃ
বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহ ২০২২ এর সমাপনী উপলক্ষে ময়মনসিংহে আলোচনা, পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান আজ মঙ্গলবার বিকালে ময়মনসিংহ শিল্পকলা একাডেমী হল রুমে অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) পুলক কান্তি চক্রবর্তী। সভাপতিত্ব করেন বাংলাদেশ শিশু একাডেমীর ময়মনিসংহ জেলা বিষয়ক কর্মকর্তা মেহেদী জামান, শিশু বক্তা হিসেবে বক্তব্য রাখেন বিদ্যাময়ী বালিকা বিদ্যালয়ের ছাত্রী লামিয়া তাসনিম প্রত্যাশা ও জিলাস্কুলের আবদুল্লাহ জাবিদ।

আলোচনা শেষে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ী শিশুদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। সবশেষে শিশু একোডেমীর শিক্ষার্থীরা মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করে।