বেগম রোকেয়া দিবসে ‘রোকেয়া পদক ২০২২’ পাচ্ছেন ৫ বিশিষ্ট নারী

বেগম রোকেয়া দিবসে ‘রোকেয়া পদক ২০২২’ পাচ্ছেন ৫ বিশিষ্ট নারী

December 7, 2022 127 Views

বিএমটিভি নিউজ ডেস্কঃ   আগামী ৯ ডিসেম্বর (বৃহস্পতিবার) বেগম রোকেয়া দিবসে দেশের পাঁচজন বিশিষ্ট নারী পাচ্ছেন ‘রোকেয়া পদক ২০২২’। সমাজের বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখায় তাদেরকে এ পদক দেওয়া হবে।

মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্বশীল এক কর্মকর্তা বুধবার (৭ ডিসেম্বর) ঢাকা পোস্টকে এ তথ্য নিশ্চিত করেছেন।

যারা পাচ্ছেন পদক –    নারী শিক্ষায় অবদানের ক্ষেত্রে ফরিদপুরের রহিমা খাতুন, নারী অধিকার প্রতিষ্ঠায় চট্টগ্রামের প্রফেসর কামরুন নাহার বেগম (অ্যাডভোকেট), নারীর আর্থ-সামাজিক উন্নয়নে অবদান রাখায় সাতক্ষীরার ফরিদা ইয়াসমিন, পল্লী উন্নয়নে অবদান রাখায় মনোনীত হয়েছেন ঝিনাইদহের নাছিমা বেগম এবং সাহিত্য ও সংস্কৃতির মাধ্যমে নারী জাগরণে অবদান রাখায় নড়াইলের ড. আফরোজা পারভীন।

পদকপ্রাপ্তরা আঠারো ক্যারেটমানের পঁচিশ গ্রাম স্বর্ণ দিয়ে নির্মিত একটি পদক, পদকের একটি রেপ্লিকা, চার লাখ টাকা এবং একটি সম্মাননাপত্র পাবেন।

সাম্প্রতিক