ফুলবাড়ীয়ায় আশ্রায়ন প্রকল্পে দুই পরিবারে মারামারি আহত ১

ফুলবাড়ীয়ায় আশ্রায়ন প্রকল্পে দুই পরিবারে মারামারি আহত ১

BMTV Desk No Comments

এনায়েতুর রহমান, ফুলবাড়ীয়া থেকে : আজ রবিবার সকালে ময়মনসিংহের ফুলবাড়ীয়া উপজেলার রাঙ্গামাটি ইউনিয়নের পাহাড় অনন্তপুর আশ্রায়ন প্রকল্পের ঘরে থাকা দুই পরিবারে মারামারির ঘটনা ঘটেছে। এই ঘটনায় রাশেদা খাতুন (৪৫) নামের এক নারী মারাত্মক আহত হয়ে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। ঘটনায় শামসুন্নাহার ও তার স্বামী আবুল কাশেম কে আটক করেছে ফুলবাড়ীয়া থানা পুলিশ।
স্থানীয় আফরোজা খাতুন জানান, ফুলবাড়ীয়া উপজেলা থেকে আবুল কাশেম দুই বউ নিয়ে কিছু দিন যাবত এই আশ্রায়ন প্রকল। মাঝে মধ্যেই প্রতিবেশী এই মহিলার সাথে ছোটখাটো বিষয় নিয়া ঝগড়া বিবাদে জড়িয়ে পড়ত। রবিবার সকালে লাকড়ি কুড়ানো কে কেন্দ্র করে কথা কাটাকাটির এক পর্যায়ে পেছন দিক থেকে দা দিয়ে কুপ দেয়। কান্নার আওয়াজ শুনে আমরা দৌড়ে গিয়ে দেখি মাটিতে রক্তের বন্যা। সবাই উদ্ধার করে উপজেলা হাসপাতালে নিয়ে গেলে খবর পেয়ে উপজেলা নির্বাহী অফিসার ছুটে আসেন। পরে তাকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। এদিকে কাশেম ও তার বউ পালানোর চেষ্টা করলে আমরা তাকে ধরে পুলিশের হাতে তুলে দেই।
আহত রাশেদা খাতুন আশ্রায়ন প্রকল্পের সভাপতি গোলাপ হোসেনের স্ত্রী।
থানা অফিসার ইনচার্জ (ওসি) শাহিনুজ্জামান জানান, আশ্রায়ন প্রকল্পের ঘটনায় দুজনকে আটক করা হয়। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
উপজেলা নিবাহি অফিসার মোহাম্মদ নাহিদুল করিম বলেন, আহত রাশেদা এখন শংকামুক্ত। অপরাধীকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে নিয়মিত মামলা করার প্রস্তুতি চলছে।

Categories
Uncategorized