নেত্রকোনার সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা বেলালকে অপহরণের অভিযোগে মামলা

image

You must need to login..!

Description

বিএমটিভি নিউজ ডেস্কঃ 

নেত্রকোনার পূর্বধলায় ৫ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা ওয়ারেসাত হোসেন বেলালকে (এমপি) অপহরণের অভিযোগে মামলা দায়ের করা হয়েছে।

নয় জনের নাম উল্লেখ করে বুধবার (২৩শে আগস্ট) বীর মুক্তিযোদ্ধা ওয়ারেসাত হোসেন বেলালের (বীর প্রতিক) স্ত্রী রওশন হোসেন পূর্বধলা থানায় মামলা দায়ের করেন।

মামলার বিবরণ থেকে জানা গেছে, গত ৭ ফেব্রুয়ারি (মঙ্গলবার) রাতে ৫ আসনের সংসদ সদস্যের বাড়ি কাজলা হতে আসামিরা এমপিকে সঙ্গে নিয়ে ঢাকার উদ্দেশ্যে রওনা হয়ে এমপির বাসভবনে না নিয়ে অন্যত্র আটকে রাখে।

আসামিরা একে অপরের যোগসাজশে এমপির স্ত্রীকে জানায়, এমপি বিদেশ চলে গেছেন। কিন্তু এমপির স্ত্রী তাদের কথা বিশ্বাস না করে খোঁজাখোঁজি অব্যাহত রাখেন। পরবর্তীতে আসামিরা এমপির ওয়ারেসাত হোসেনের স্বাক্ষর জাল করে জাল তালাকনামার ফটোকপি বাদীনীর নিকট প্রেরণ করেন। এমপি ওয়ারেসাত হোসেনের পরিবারকে সামাজিক ও রাজনৈতিকভাবে হেয় প্রতিপন্ন করার জন্য আসামিরা জাল কাবিননামা ডাকযোগে বিভিন্ন অফিসে প্রেরণ করেন।

বিভিন্নভাবে খোঁজাখোঁজির এক পর্যায়ে ২৭শে মার্চ (সোমবার) বিকেলে এমপিকে ধানমন্ডির এক বাসা হতে আহত অবস্থায় উদ্ধার করা হয়। এমপি ও স্বাক্ষীদের মাধ্যমে জানা যায়, আসামিরা আটক অবস্থায় এমপির ব্যাক্তিগত ফোনের মাধ্যমে চাকরি দিবে বলে বিভিন্ন লোকজনের কাছ থেকে দুই কোটি টাকা আত্মসাৎ করা হয়েছে বলে মামলার এজাহারে উল্লেখ করা হয়।

এছাড়া এজাহারে প্রকাশ ২৮শে মার্চ (মঙ্গলবার) সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা ওয়ারেসাত হোসেনকে চিকিৎসার জন্য মালয়েশিয়ায় পাঠানো হয়। এরপর সুস্থ হয়ে ১১ আগস্ট দেশে এসে মামলা দায়ের করা হয় বলেও জানা গেছে।

পূর্বধলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. সাইফুল ইসলাম মামলা দায়েরের সত্যতা নিশ্চিত করে জানান মামলা তদন্তাধীন।

এ ব্যাপারে মামলার বিবাদী নাদীয়া আক্তার বলেন, ‌‌‌‌ঘটনার এতদিন পর একজন এমপিকে অপহরণ করার অভিযোগ মামলা দায়ের করা হাস্যকর ছাড়া আর কিছুই নয়। আর যাদেরকে আসামি করা হয়েছে তাদের মধ্যে অনেকেই ছাত্রলীগের পদধারী নেতা ও সংসদ সদস্যের ব্যক্তিগত সহকারী হিসেবে দায়িত্বরত ছিলেন।

সূত্র: ডিবিসি নিউজ

প্রধান সম্পাদকঃ
মতিউল আলম

সম্পাদক ও প্রকাশকঃ
মাকসুদা আক্তার