স্টাফ রিপোর্টার, বিএমটিভি নিউজঃ
রাজধানীর কাকরাইলে অবস্থিত জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে হামলা ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। শনিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে এ হামলার ঘটনা ঘটে। বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে লাঠিচার্জ করে পুলিশ। ব্যবহার করা হয় টিয়ারশেল ও জল কামান। এতে সাংবাদিকসহ বেশ কয়েকজন আহত হয়েছেন। এ রিপোর্ট লেখার সময়ও ওই এলাকায় বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের ধাওয়া পাল্টা ধাওয়া চলছে। গণ অধিকার পরিষদের বিক্ষোভ মিছিলের পর জাপা কার্যালয়ে একদল লোক হামলা চালায় এবং নিচ তলায় আগুন ধরিয়ে দেয়। এসময় পুলিশ ধাওয়া দিয়ে হামলাকারীদের সরিয়ে দেয়ার চেষ্টা করে এবং আগুন নিভিয়ে ফেলে। পরে বিক্ষোভকারীদের সঙ্গে দফায় দফায় ধাওয়ার ঘটনা ঘটে। জাতীয় পার্টির নেতাকর্মীরা অভিযোগ করেছেন গণঅধিকার পরিষদসহ কয়েকটি দলের নেতাকর্মীরা এ হামলা চালিয়েছে। এ বিষয়ে গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খাঁন সন্ধ্যা ৬টা ৪২ মিনিটে বলেন, গণঅধিকার পরিষদের বিক্ষোভ কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সমাপ্ত ঘোষণা করা হয়েছে।