স্টাফ রিপোর্টার: বঙ্গবন্ধুর জন্মশত বার্ষিকীতে আপীল বিভাগের রায় বাস্তাবায়নের জন্য বার কাউন্সিলের দৃষ্টি কামনা করে ময়মনসিংহ বার শিক্ষানবীশ আইনজীবী বৃন্দ আজ ১২ নভেম্বর মানববন্ধন করেন। উল্লেখ ২০১৭ ও ২০২০ সালে প্রিলিমিনারী (এম.সি.কিউ) পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষানবীশ আইনজীবীদের মানবিক বিবেচনায় লিখিত পরীক্ষা মওকুফ করে মৌখিক পরীক্ষা নিয়ে ২০২০ সালের মধ্যে আইনজীবী হিসেবে তালিকাভুক্ত করার জন্য আবেদন জানান। ময়মনসিংহ জজ কোর্ট প্রাঙ্গনে আজ দুপুরে মানববন্ধন চলা কালে বক্তব্য রাখেন অতিকুর রহমান সানা, কামরুল হাসান, মোস্তাকিম, এমদাদ, হিমেল, তাজুল, তসলিম, আজিজ, বিল্লাল ও শাহিনুর।