“শোষণের বেড়াজালে মানুষের প্রাণ মুক্তির মিছিলে লড়ায়ের গান” এই স্লোগানে উদীচী ৫৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন

image

You must need to login..!

Description

স্টাফ রিপোর্টার, বিএমটিভি নিউজঃ  “শোষণের বেড়াজালে মানুষের প্রাণ মুক্তির মিছিলে লড়ায়ের গান” এই স্লোগানকে ধারণ করে একুশে পদকপ্রাপ্ত লড়াই, সংগ্রাম ও গৌরবের ঐতিহ্যবাহী সংগঠন বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী এবছর তার ৫৪ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করছে। এরই ধারাবাহিকতায় আজ ২৯ অক্টোবর ২০২২ উদীচী ময়মনসিংহ জেলা সংসদ উদীচী ভবনে ৫৪তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন উদীচী শিল্পীগোষ্ঠী বাংলাদেশ কৃষি বিশ^বিদ্যালয় সংসদের সাবেক সভাপতি, বিশিষ্ট শিক্ষাবিদ প্রফেসর ড. শংকর কুমার রাহা।


উদ্বোধনীর পর একটি বর্ণাঢ্য র‌্যালী শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উদীচী ভবনে এসে শেষ হয়। র‌্যালীর পর উদীচী ময়মনসিংহ জেলা সংসদের সভাপতি ডাঃ প্রদীপ চন্দ্র কর এর সভাপতিত্বে উপস্থিত বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক সংগঠন ও বিশিষ্ট ব্যক্তিবর্গ শুভেচ্ছা বক্তব্য রাখেন এবং উপস্থিত উদীচী ভাইবোনদের “আমার উদীচী-জীবনে স্মরণীয় ঘটনা” শীর্ষক স্মৃতিচারণ ও বিচিত্রানুষ্ঠানের আয়োজন করে সংগঠনটি। বিচিত্রানুষ্ঠানে জেলা উদীচীর ভাই-বোনদের অংশগ্রহণে সংগীত, নৃত্য, আবৃত্তি এবং ড. রতন সিদ্দিকী রচিত নাটক “অজ্ঞাতনামা” মঞ্চায়ন করে। এছাড়াও উদীচী মুক্তাগাছা,
শ্যামগঞ্জ এবং গোপালপুর শাখা সংসদ অনুষ্ঠানে সংগীত পরিবেশন করে।

প্রধান সম্পাদকঃ
মতিউল আলম

সম্পাদক ও প্রকাশকঃ
মাকসুদা আক্তার