পাবনা থেকে, আঃ খালকে পিভিএমঃ উত্তর জনপদের শীর্ষ স্থানীয় ও জাতীয় পর্যায়ের এনজিও গাক পরিচালিত পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশন এর সহযোগীতায়”Rural Microenterprise Transformation Project ( RMTP)এর আওতাধীন ও গ্রাম উন্নয়ন কর্ম (গাক) কর্তৃক বাস্তবায়িত”নিরাপদ মাংস ও দুগ্ধজাত পণ্যের বাজার উন্নয়ন উপ-প্রকল্পের আওতাভুক্ত চলমান কার্যক্রমের ধারাবাহিকতায় আঞ্চলিক পর্যায়ে মাংস প্রক্রিয়াজাতকারী প্ল্যান্ট উন্নয়নে বগুড়া মিট,সাবগ্রাম,বগুড়ার সত্ত্বাধিকারী মোঃ শাহজাহান আলীকে গ্রাম উন্নয়ন কর্ম (গাক) এর বগুড়াস্থ বনানীর প্রধান কার্যালয়ে সম্প্রতি চেক বিতরণ অনুষ্ঠিত হয়।উক্ত চেক বিতরণ অনুষ্ঠানে প্রধানঅতিথি হিসাবে উপস্থিত থেকে বিভিন্ন দিক নির্দেশনা মূলক বক্তব্য দেন ও চেক প্রদান করেন গ্রাম উন্নয়ন কর্ম (গাক) এর প্রতিষ্ঠাতা নির্বাহী পরিচালক ড.খন্দকার আলমগীর হোসেন।চেক বিতরণ অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন গাক এর সিনিয়র পরিচালক ড.মাহবুব আলম,ড.নিয়াজ মাহমুদ ভ্যালু চেইন সেক্টর স্পেশালিস্ট লাইভ স্টক আরএমটিপি( পিকেএসএফ),গ্রাম উন্নয়ন কর্ম(গাক) এর কো-অর্ডিনেটর মোঃ জিয়া উদ্দিন সর্দার ও উপ -প্রকল্প ব্যবস্থাপক সহ উপ প্রকল্পের কর্মকর্তাগণ।চেক প্রদানকালীন নির্বাহী পরিচালক ড.খন্দকার আলমগীর হোসেন প্রাণীর পরিবহনজনিত ওজন হ্রাসের পরিমাণ কমিয়ে খামারিদের উপযুক্ত দাম নিশ্চিতকরণ,পরিবেশ দূষণ রোধ,জুনোটিক রোগের প্রাদূর্ভাব হ্রাস ও খামারী সংযুক্তি,সর্বোপরি ভোক্তার নিকট সাশ্রয়ী দামে নিরাপদ মাংস বিক্রয়ের উপর গুরুত্ব আরোপ করে প্রক্রিয়াজাতকারী প্ল্যান্ট বগুড়া মিটের কর্মকাণ্ড সম্পাদনের পরামর্শ প্রদান করেন।তিনি সবাই কে সততা ও ন্যায় নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করার আহবান জানান।তিনি বলেন,প্রতিষ্ঠানটিকে আরো গতিশীল ও বেগবান করতে আপনাদের সকলের কঠোর পরিশ্রম করা দরকার।এ সময় গাক এর বিভিন্ন পযার্য়ের কর্মকর্তা,নানা শ্রেণি পেশার মানুষ,ক্ষুদ্র ব্যবসায়ী প্রতিনিধি,বিভিন্ন খামারী মালিক,রাজনৈতিক নেতৃবৃন্দ,ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিক উপস্থিত ছিলেন।