ময়মনসিংহে একজন ভূয়া পুলিশ সদস্য গ্রেফতার

ময়মনসিংহে একজন ভূয়া পুলিশ সদস্য গ্রেফতার

bmtv new No Comments

বিএমটিভি নিউজ ডেস্কঃ, ময়মনসিংহ জেলার কোতোয়ালী থানার শম্ভুগঞ্জ ব্রীজ এলাকা হতে একজন ভূয়া পুলিশ সদস্যকে গ্রেফতার করেছে র‌্যাব-১৪, ময়মনসিংহ। উপ অধিনায়ক মেজর মোঃ ফজলে রাব্বি, বিএসপি প্্েরস বিজ্ঞপ্তিতে জানান, গত ৭ ফেব্রুয়ারি’২০২১ দুপুর দেড়টায় র‌্যাব-১৪, সিপিএসসি, টিটিসি, ময়মনসিংহ ক্যাম্পের একটি বিশেষ দল মেজর মোঃ ফজলে রাব্বি, বিএসপি এর নেতৃত্বে র‌্যাব-১৪, ময়মনসিংহের নেতৃত্বে কোতোয়ালী থানার শম্ভুগঞ্জ ব্রীজের পশ্চিম পাশে জয়বাংলা চত্ত্বরের সামনে একজন ভূয়া পুলিশ প্রতারণামূলকভাবে রাস্তায় যানবাহন ও বিভিন্ন লোকজনের নিকট হতে টাকা আদায় করার উদ্দেশ্যে মোটরসাইকেল নিয়ে অবস্থান করছিল। এসময় আসামী মোঃ মোকসেদ আলী (২৫), পিতা-মানিক মিয়া, সাং-চরকালিবাড়ী, থানা-কোতোয়ালী, জেলা ময়মনসিংহ’কে গ্রেফতার করে। এসময় তার হেফাজত হতে পুলিশের ০১টি শার্ট, পুলিশের ০১টি প্যান্ট, পুলিশের ০২টি ক্যাপ, বর্ডারগার্ড বাংলাদেশ এর ০১টি ক্যাপ, ০১টি বাঁশি, ০১টি চাবির রিং, পুলিশের মোটরসাইকেলের ০১টি এ্যার্লামহর্ণ, ০১টি ভিভো নেভী ব্ল ু রংয়ের এনড্রয়েড মোবাইল সেট, নগদ ২,৮২০-/ (দুইহাজার আটশতবিশ) টাকা, পুলিশের ০১ জোড়া কেডস, ০১টি মোটরসাইকেল উদ্ধার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃত আসামী জানাযায় যে, সে দীর্ঘদিন যাবৎ ময়মনসিংহ জেলার কোতোয়ালী থানার বিভিন্ন এলাকায় পুলিশের পোশাক পরিহিত অবস্থায় এবং সাদা পোশাকে পুলিশের পরিচয় দিয়ে সাধারণ মানুষকে গ্রেফতারের ভয় দেখিয়ে এবং অটো ইজিবাইক ও সিএনজিচালকদের নিকট হতে প্রতারণামূকভাবে টাকা আত্মসাৎ করে আসছে। এছাড়াও ময়মনসিংহ জেলার বিভিন্ন স্থানে সাধারন জনগণকে আটক করে পুলিশের দয়ে প্রতারণামূলকভাবে অর্থ আত্মসাত ও অপহরণকরে মুক্তিপণ আদায় করে আসছে।
এব্যাপারে কোতোয়ালী মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে।