ময়মনসিংহে ভ্যান ও অটোরিকশার সংঘর্ষে  কৃষকলীগ নেতা নিহত

ময়মনসিংহে ভ্যান ও অটোরিকশার সংঘর্ষে কৃষকলীগ নেতা নিহত

BMTV Desk No Comments

স্টাফ রিপোর্টার, বিএমটিভি নিউজঃ 
ময়মনসিংহে ভ্যান ও অটোরিকশার সংঘর্ষে শরীফ উদ্দিন (৫০) নামে এক কৃষকলীগ নেতা নিহত হয়েছেন। তিনি জেলা কৃষক লীগের যুগ্ম সম্পাদক ছিলেন। শুক্রবার (৬ অক্টোবর) রাত সাড়ে ৯টার দিকে নগরীর মাসকান্দা-হৃদয়মোড় সড়কে এ দুর্ঘটনা ঘটে।

ময়মনসিংহের কোতোয়ালি মডেল থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) আনোয়ার হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, শরীফ উদ্দিন রাতে নগরীর মাসকান্দা থেকে হৃদয়ের মোড়ের দিকে অটোরিকশায় করে যাচ্ছিলেন। পথে বিপরীত দিক থেকে আসা একটি ভ্যানের সঙ্গে সংঘর্ষ হলে গুরুতর আহত হন শরীফ। পরে স্থানীয়রা উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

তিনি আরও জানান, কোনো অভিযোগ না থাকায় নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।