ময়মনসিংহে এক যুবককে ডেকে নিয়ে  হত্যা

ময়মনসিংহে এক যুবককে ডেকে নিয়ে হত্যা

bmtv new No Comments

বিএমটিভি নিউজ ডেস্কঃ ময়মনসিংহে এক যুবককে পরিকল্পিত ভাবে ডেকে নিয়ে উপর্যুপুরি ছুরিকাঘাত করে হত্যা করা হয়েছে।

বুধবার (৩ মার্চ) রাত ১০ টার দিকে পুলিশ নিহতের লাশ উদ্ধার করে ময়মনসিংহ কোতোয়ালী থানায় নিয়ে যায়। তবে হত্যাকান্ডের ঘটনায় তাৎক্ষনিক ভাবে পুলিশ কাউকে আটক করতে পারেনি। পুলিশ জানায়, ময়মনসিংহ নগরীর চরজেলখানা এলাকায় বাঁধের ওপর এক যুবকের রক্তাক্ত লাশ পড়ে থাকতে দেখে স্থানীয় লোকজন। সন্ধ্যার পর যুবকের লাশ দেখে খবর দেওয়া হয় পুলিশ।

ঘটনাস্থলে গিয়ে পুলিশ তথ্য অনুসন্ধান শুরু করে। নিহত যুবকের নাম দিদারুল ইমলাম রুবেল (৩৩)। তিনি মুক্তাগাছা উপজেলার কাঠবউলা গ্রামের মোখলেছুর রহমানের ছেলে। তিনি একটি কোম্পানিতে সেলসম্যান হিসেবে কাজ করতেন।

পুলিশের ধারণা, পূর্ব বিরোধের জের ধরে রুবেলকে কৌশলে ডেকে নিয়ে হত্যা করা হয়ে থাকতে পারে। কোতোয়ালি মডেল থানার ওসি ফিরোজ তালুকদার বলেন, লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে।