ময়মনসিংহে হরতাল চলাকালে পুলিশ-হেফাজতকর্মী সংঘর্ষে গুলিবিদ্ধ ২

image

You must need to login..!

Description

স্টাফ রিপোর্টার, বিএমটিভি নিউজঃ  ময়মনসিংহে হেফাজতে ইসলামের ডাকে হরতাল পালিত। শহরের অধিকাংশ দোকান পাট বন্ধ ছিল। সীমিত আকারে যানবাহন চলাচল করতে দেখা যায়। সদর উপজেলায় হরতাল চলাকালে পুলিশ ও হেফাজতে ইসলামের
কর্মীদের মধ্যে সংঘর্ষে পুলিশসহ ছয়জন আহত হয়েছেন। এর মধ্যে দুইজনকে গুলিবিদ্ধ হয়েছেন।
রোববার (২৮ মার্চ) সকাল ১০টার দিকে সদর উপজেলার চুরখাই এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে সংঘর্ষ হয়। ময়মনসিংহ সদর সার্কেলের সহকারী পুলিশ সুপার আলাউদ্দিন জানান, সকালের দিকে হরতাল সমর্থনকারীরা ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেলে তাদের লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করে। এ সময় পুলিশ টিয়ারশেল নিক্ষেপ করে ছত্রভঙ্গ করে দেয়।

তিনি আরও জানান, সকালের দিকে অবস্থা খারাপ ছিল। বিকেলের দিকে পরিস্থিতি ভালো। বিক্ষোভকারীরা কেউ গুলিবিদ্ধি হয়েছে কি না বিষয়টি তার জানা নেই। তবে ওই সময় বিক্ষোভকারীদের ইটপাটকেলে পুলিশের তিন সদস্য আহত হয়েছেন বলে জানান সহকারী পুলিশ সুপার আলাউদ্দিন।
ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের এসআই শফিকুল ইসলাম বলেন, গুলিবিদ্ধ দুইজনসহ চারজনকে হাসপাতালে আনা হলে দুইজনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে। গুলিবিদ্ধ একজনকে উন্নত চিকিৎসার জন্য
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। অপর একজন হাসপাতালে চিকিৎসাধীন আছেন।
গুলিবিদ্ধ একজন বাবুখালী নামাপাড়া গ্রামের ইমান আলীর ছেলে আলম মিয়া (২৩)। অপরজনের পরিচয় পাওয়া যায়নি।

প্রধান সম্পাদকঃ
মতিউল আলম

সম্পাদক ও প্রকাশকঃ
মাকসুদা আক্তার