স্টাফ রিপোর্টার, বিএমটিভি নিউজঃ
বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার আধা পাকা ঘর পেতে প্রতারনার শিকার হয়ে দ্বারে দ্বারে ঘুরছেন তারাকান্দা উপজেলার কালইজানি গ্রামের গরীব, অসহায়, ভুমিহীন তিন পরিবার। এব্যাপারে ময়মনসিংহ জেলা প্রশাসক বরাবরে লিখিত অভিযোগ করেছেন কালইজানি গ্রামের আবদুল জলিলের পুত্র আজিজুল হক (৩৭), তাহের উদ্দিনের পুত্র মোঃ আজিমুদ্দিন(৬০) ও মৃত আবদুল জলিলের পুত্র আবদুল আলী (৪৮)। লিখিত অভিযোগে জানান, আশ্রায়ন প্রকল্পের আওতায় প্রধানমন্ত্রী গৃহহীনদের ঘর দিবে শুনে তারাকান্দার থানার ৩ কাকনী ইউনিয়নের চেয়ারম্যান মোঃ মশিউর রহমান রিপনের সাথে যোগযোগ করে। চেয়ারম্যান সরকারী ফি দাবী করে। সাবেক ২নং বর্তমান ও ৬ নং ইউপি সদস্য মোঃ বাবুল হোসেনের মাধ্যমে তার উপস্থিতিতে মোঃ আজিজুল হক (৩৭) ২০ হাজার টাকা, মোঃ আজিমুদ্দিন (৬০) ১৫ হাজার টাকা ও মোঃ আবদুল ্আলী (৪৮) ১২ হাজার টাকা মোট ৪৭ হাজার টাকা চেয়ারম্যানের হাতে তুলে দেন। কিন্ত সবাই ঘর পেলেও তারা আশ্রায়ন প্রকল্পে ঘর পাইনি। ফি বাবদ জমা দেয়া টাকা ফেরত চাইলে, চেয়ারম্যান দেয় দিচ্ছি বলে সময় ক্ষেপণ করে। এক পর্যায়ে টাকা ফেরত দিতে অস্বীকার করে। টাকার দেয়ার একমাত্র সাক্ষী ইউপি সদস্য বাবুল হোসেনকে মোবাইল তাগিদ দিলে তিনি চেয়ারম্যানের কাছ টাকা তুলে দিবেন স্বীকার করলেও এখন অস্বীকার করছেন। চেয়ারম্যান রিপন টাকা নেয়ার কথা অস্বীকার করে বলেন আমি কোন টাকা পয়সা নেয়নি। আমাকে সমাজে হেয় করার জন্য ষড়যন্ত্রমুলকভাবে টাকা দাবী করছে। এব্যাপারে জেলা প্রশাসক এনামুল হক বলেন অভিযোগ পেযেছি। বিষয়টি তদন্ত করে দেখব।