ত্রিশাল (ময়মনসিংহ) প্রতিনিধি:
ময়মনসিংহের ত্রিশালে টনসিল অপারেশনের সময় চিকিৎসকের অবহেলায় এক স্কুলছাত্রীর মৃত্যুর অভিযোগ উঠেছে। নিহত তাইয়্যিবা তাবাসসুম তন্দ্রা (১২) ত্রিশালের রাহেলা-হযরত মডেল স্কুলের ষষ্ঠ শ্রেণির ছাত্রী।
পরিবার সূত্রে জানা যায়, টনসিলের সমস্যা নিয়ে গত ১০ মে মেয়েটিকে ময়মনসিংহ শহরের এপেক্স হসপিটালে ভর্তি করা হয়। অপারেশনের সময় শ্বাসনালিতে আঘাত লাগায় তার মৃত্যু হয় বলে অভিযোগ করেছেন স্বজনরা।
তারা চিকিৎসক কামিনী কুমার ত্রিপুরার বিরুদ্ধে গুরুতর অবহেলার অভিযোগ এনে ঘটনার সুষ্ঠু তদন্ত ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। হৃদয়বিদারক এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
এ বিষয়ে এখনো হাসপাতাল কর্তৃপক্ষ বা অভিযুক্ত চিকিৎসকের পক্ষ থেকে কোনো মন্তব্য পাওয়া যায়নি।