রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজন বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন

রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজন বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন

June 11, 2021 187 Views

বিএমটিভি নিউজঃ  রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজন (৬৫) অ্যাডভোকেট শাম্মী আকতার মনি (৪২) এর সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন। গত ৫ই জুন ঢাকায় হেয়ার রোডে মন্ত্রীর সরকারি বাসভবনে তাদের বিয়ে সম্পন্ন হয়েছে।
শাম্মী আকতার মনির বড় ভাই মো. জাহিদুল ইসলাম মিলন বিষয়টি নিশ্চিত করে বলেন, আমার বোন শাম্মী হাইকোর্টে প্র্যাকটিস করছে। আইনি বিষয়ে পরমার্শ নিতে কিছুদিন আগে রেলমন্ত্রীর কাছে যায়। পরে আমার বোনকে মন্ত্রীর পছন্দ হয়। পারিবারিকভাবে ৫ই জুন তাদের বিয়ে সম্পন্ন হয়।

প্রসঙ্গত, নূরুল ইসলাম সুজনের স্ত্রী নিলুফার জাহান ২০১৮ সালের ডিসেম্বরে একাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে মারা যান। তাদের এক ছেলে ও দুই মেয়ে রয়েছে। তিন সন্তানই বিবাহিত।

পঞ্চগড়-২ (বোদা-দেবীগঞ্জ) আসন থেকে নবম, দশম এবং একাদশ জাতীয় সংসদের সদস্য নির্বাচিত হন তিনি। ২০১৮ সালে নির্বাচিত হওয়ার পর হন রেলমন্ত্রী।
৬৫ বছর বয়সী নূরুল ইসলাম ১৯৫৬ সালের ৫ই জানুয়ারি পঞ্চগড়ে জন্মগ্রহণ করেন।

জানা যায়, শাম্মী আকতার মনি বিরামপুরে নতুন বাজার এলাকার মৃত আব্দুর রহিমের মেয়ে। শাম্মী আকতার মনির এর আগে কুষ্টিয়ায় বিয়ে হয়েছিল। ২০১১ সালে ডিভোর্স হয়ে যায়। ওই ঘরে একটি মেয়ে রয়েছে। এরপর থেকে মেয়েকে নিয়ে ঢাকায় থাকেন তিনি।

সাম্প্রতিক