ধোবাউড়ার  ভেদিকুড়ায় পর্যটন কেন্দ্র নির্মাণকল্পে উপজেলা চেয়ারম্যান ও নির্বাহী অফিসারের এলাকা পরিদর্শন

ধোবাউড়ার ভেদিকুড়ায় পর্যটন কেন্দ্র নির্মাণকল্পে উপজেলা চেয়ারম্যান ও নির্বাহী অফিসারের এলাকা পরিদর্শন

December 18, 2021 807 Views

স্টাফ রিপোর্টার, বিএমটিভি নিউজঃ, ময়মনসিংহের ধোবাউড়া উপজেলার ১নং দক্ষিণ মাইজ পাড়া ইউনিয়নের ভেদিকুড়া গ্রামে পর্যটন কেন্দ্র গড়ে তোলার পরিকল্পনায় গতকাল শুক্রবার বিকালে এলাকটি পরিদর্শন করেছেন উপজেলা চেয়ারম্যান জনাব ডেভিড রানা চিসিম ও উপজেলা নির্বাহী অফিসার রাফিকুজ্জামান। এসময় উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ইশতিয়াক হোসাইন উজ্জল ও স্থানীয় সাংবাদিকসহ এলাকাবাসী।

ইতোমধ্যে ধোবাউড়ার স্থানীয় কাগজ ‘সবুজ ছায়া’য় কয়েকবার ও বেশকয়টি জাতীয় দৈনিকেও সম্ভব্য পর্যটন কেন্দ্রের সংবাদ প্রকাশ হয়।

পরিদর্শনকালে উপজেলা চেয়ারম্যান ডেভিড রানা চিসিম বলেন – “এই জায়গায়টি সত্যিই চমৎকার! এখানে পর্যটন কেন্দ্র করা যায়”। অচিরেই প্রাথমিক কাজে হাত নিবেন এমনটাই আশাবাদী এলাকাবাসী।

‘সবুজ ছায়া’ সম্পাদক ও প্রকাশক শামসুল হক মৃধা বলেন – ভেদিকুড়ায় একটি পর্যটন কেন্দ্রের দাবিতে আমিই প্রথম সামাজিক মাধ্যমে প্রস্তাব করি ,বিষয়টি কর্তৃপক্ষের নজরে আসলে গতকাল জায়গা পরিদর্শন করেন। যদি হয়-আমি সকলের কাছে দাবি করবো, যেহেতু জায়গাটি সবুজের সমারোহে ঘেরা এই পর্যটন কেন্দ্রটি “সবুজ ছায়া পর্যটন কেন্দ্র” নামেই যেনো হয়।

উল্লেখ্য যে, বেশ কিছুদিন যাবত সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে ভেদিকুড়া চিনামাটি পাহাড় ও সবুজ পাহাড় নিয়ে একটি পর্যটন কেন্দ্র গড়ে তুলতে কর্তৃপক্ষের সুনজর কামনা করে ধারাবাহিক ভাবে পোস্ট করে যাচ্ছিলাম। এছাড়াও উপজেলা চেয়ারম্যান ও উপজেলা নির্বাহী অফিসারসহ স্থানীয় নেতৃবৃন্দ এবং সুশীল সমাজের সাথে পর্যটন নিয়ে বারবার কথাও বলেছি।

সাম্প্রতিক