ফুলবাড়ীয়া পাগলা কুকুরের কামড়ে আহত ৩৯

ফুলবাড়ীয়া পাগলা কুকুরের কামড়ে আহত ৩৯

BMTV Desk No Comments

 

বিএমটিভি ‍নিউজ ডেস্কঃ

ময়মনসিংহের ফুলবাড়িয়ায় উপজেলার চাঁদপুর, কৈয়ারচালা, বিদ্যানন্দ ও কালাদহসহ বিভিন্ন গ্রামে মঙ্গলবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত গ্রামে গ্রামে ঘুরে অন্তত ৩৯ জন পাগলা কুকুর  কামড়িয়ে আহত করেছে। এর মধ্যে প্রায় ২৬জন চিকিৎসা নিয়েছেন।

স্থানীয় এক স্কুল পরিচালনা কমিটির অভিভাবক সদস্য আব্দুল হালিম জানান, কালাদহ গ্রামের আব্দুল রশীদের তিন বছরের মেয়ে উর্মী বাড়ির উঠানে খেলার সময় কুকুরটি কামড় দেয়।

শিশুটির মা মেয়েটিকে ছাড়াতে গেলে তাকেও কামড় দেয়। ওইদিন গ্রামের বিল্লাল হোসেন, মীম, মারুফ, দুলালসহ ছয়জনকে কামড়ায় কুকুরটি।

ফুলবাড়িয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা বিধান চন্দ্র দেবনাথ জানান, কুকুড়ের কামড়ে আহত হয়ে ২৬ জন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছেন।

LATEST POSTS