গৌরীপুরে ২কেজি গাঁজা, চাপাতিসহ ৩ মাদক ব্যবসায়ী আটক

গৌরীপুরে ২কেজি গাঁজা, চাপাতিসহ ৩ মাদক ব্যবসায়ী আটক

December 9, 2020 1131 Views

 

স্টাফ রিপোর্টার, বিএমটিভি নিউজ

র‌্যাব-১৪, ব্যাটাঃ সদর দপ্তর ময়মনসিংহের গৌরীপুর থানার কলতাপাড়া এলাকা থেকে ০২ কেজিগাঁজা, চাপাতিসহ ৩ জন মাদক ব্যবসায়ী আটক করেছে।
র‌্যাব-১৪ এর মিডিয়া অফিসার সিনিঃ এএসপি জোনাঈদ আফ্রাদ জানান,র‌্যাব-১৪ এর ব্যাটালিয়ন সদর এর একটি আভিযানিক দল গত রাতে ময়মনসিংহ গৌরিপুর থানার ডৌহাখলা বাজারস্থ “রিয়াদ ক্লোথ স্টোরের”সামনে পাকা রাস্তার উপর র‌্যাব সদস্যদের দেখে সন্দিগ্ধ তিনজন ব্যক্তি দৌঁড়ে পালানোর চেষ্টাকালে সঙ্গীয় অফিসার ও ফোর্সের সহায়তায় মোঃ ইলিয়াস উদ্দিন (২৮), ইমন ইসলাম (১৯), আশরাফুল হক (২০) দের সন্দেহজনকভাবে ধৃত করা হয় এবং তাদের দেহ তল্লাশী করে একটি সাদা প্লাস্টিকের বাজারের ব্যাগের ভেতর হতে আনুমানিক ০২ (দুই) কেজি গাঁজা, একটি চাপাতি ও মোবাইল ফোন উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃত আসামীদেরকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে উল্লিখিত গাঁজা তাদের নিজের বলে স্বীকার করে এবং জব্দকৃত মোবাইল ফোন মাদক ক্রয়-বিক্রির কাজে ব্যবহার করে আসছিল বলে স্বীকার করে। ধৃত আসামীদ্বয়ের বিরুদ্ধে ময়মনসিংহ জেলার গৌরীপুর থানায় মামলা দায়ের করা হয়েছে।

সাম্প্রতিক