ময়মনসিংহ আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা আলিমুজ্জামানের পিতা আশরাফ আর নেই

ময়মনসিংহ আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা আলিমুজ্জামানের পিতা আশরাফ আর নেই

January 22, 2021 215 Views

নিজস্ব প্রতিবেদক, বিএমটিভি নিউজঃ
বাংলাদেশ নির্বাচন কমিশনের ময়মনসিংহ আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মোঃ আলিমুজ্জামান মুকুলের পিতা ও সমরাস্ত্র কারখানার অবসরপ্রাপ্ত সিনিয়র অফিসার মোহাম্মদ আলী আশরাফ (৮২) শুক্রবার সকাল ১০টায় ঢাকা সিএমএইচ-এ চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহে ওয়াইন্না ইল্ডােিহ রাজিউন)। মৃত্যুকালে স্ত্রী, ২ পূত্র ও ২ কণ্যা, নাতি-নাতনিসহ বহু আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। তিনি দীর্ঘদিন ধরে কিডনি, হার্ট ও ফুসফুসসহ নানা রোগে ভূগছিলেন।

শুক্রবার বাদ জুম্মা ঢাকা সিএমএইচ কেন্দ্রীয় জামে মসজিদে তার প্রথম নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। এরপর শুক্রবার বাদ এশা গোপালগঞ্জ জেলার মুকসেদপুর উপজেলার মালদিয়া গ্রামে দ্বিতীয় জানাজা শেষে গ্রামের বৃহৎ গোরস্থানে মোহাম্মদ আলী আশরাফ এর লাশ দাফন করা হয়। আলিমুজ্জামান মুকুলের ভাই কর্ণেল মোঃ মনিরুজ্জামান চট্রগ্রামে কর্মরত এবং এক বোন ফিরোজা পারভীন ময়মনসিংহ সরকারি গণগ্রন্থাগার বিভাগীয় উপ-পরিচালক হিসেবে কর্মরত।

নির্বাচন কমিশনের চৌকস অফিসার ময়মনসিংহ আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মোঃ আলিমুজ্জামান মুকুলের পিতা ও সমরাস্ত্র কারখানার অবসরপ্রাপ্ত সিনিয়র অফিসার মোহাম্মদ আলী আশরাফের মৃত্যুতে বিভিন্ন ব্যক্তিবর্গ গভীর শোক প্রকাশ ও শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি আন্তরিক সমবেদনা জ্ঞাপন এবং মরহুমের রুহের মাগফেরাত কামনা করেছেন। শোক বিবৃতিদাতাগণ হলেন- নির্বাচন কমিশনের সিনিয়র সচিব মোঃ আলমগীর, ময়মনসিংহ সিটি কর্পোরেশনের মেয়র মোঃ ইকরামুল হক টিটু, ময়মনসিংহ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি মোঃ আমিনুল হক শামীম, ময়মনসিংহ বিভাগীয় প্রেসক্লাবের সভাপতি বীর মুক্তিযোদ্ধা এফ.এম এ সালাম ও সাধারণ সম্পাদক মো. নজরুল ইসলাম প্রমূখ।

সাম্প্রতিক