You must need to login..!
Description
বিএমটিভি নিউজ ডেস্কঃ জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের (জাককানইবি) সকল পরীক্ষা অতি দ্রুত নেওয়ার জন্য কঠিনভাবে দাবি জানিয়েছে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ।
বুধবার (২৫ আগস্ট) দুপুর ১২ টায় বিশ্ববিদ্যালয় উপাচার্য প্রফেসর ড. এ এইচ এম মোস্তাফিজুর রহমানের সঙ্গে সরাসরি কথা বলেন শাখা ছাত্রলীগের নেতা কর্মীরা। সেখানে বিশ্ববিদ্যালয় উপাচার্য বরাবর স্মারক লিপি প্রদান ও সৌজন্য সাক্ষাৎও করে তারা।
পরীক্ষা নেওয়ার কথার পরিপ্রেক্ষিতে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বলেন, ‘তোমাদের সকল দাবিগুলো আমরা দেখব।’ এর জবাবে জাককানইবি শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রাকিব বলেন, “দেখবেন বলতে স্যার! এ রকম বহুত দেখেছেন স্যার। দেখতে দেখতে এ পর্যন্ত আসছি। আর দেখা-দেখির সময় নাই স্যার। ১ তারিখ (১ সেপ্টেম্বর) থেকে যদি পরীক্ষা শুরু না হয়, আমি এইখানে বইলা যাচ্ছি, কোনো বিভাগীয় প্রধান বিভাগে ঢুকতে পারবেনা। আমি যদি ছাত্রলীগের সেক্রেটারি নাও থাকি, আমি যদি বাইচা থাকি স্যার, কোনো বিভাগীয় প্রধান বিভাগে প্রবেশ করতে পারবেন না। আমার স্ট্রেট ফরোয়ার্ড কথা। আমি বেয়াদব স্যার। আমি শিক্ষার্থীদের জন্য বেয়াদব স্যার।’
এ সময় আরও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ে রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) কৃষিবিদ ড. হুমায়ুন কবির, প্রক্টর উজ্জ্বল কুমার প্রধান, বিভিন্ন বিভাগের শিক্ষকবৃন্দ, ছাত্রলীগের সভাপতি নজরুল ইসলাম বাবুসহ ছাত্রলীগের বিভিন্ন পর্যায়ের নেতা কর্মীরা।