October 9, 2021
105
No Comments

You must need to login..!
Description
স্টাফ রিপোর্টার, বিএমটিভি নিউজঃ ময়মনসিংহের মুক্তাগাছার জামগড়া গ্রামের আজগর আলীকে ১০০ ইউএস ডলারের ২২টি জাল নোটসহ আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-১৪।
র্যাব জানায়, গোপন তথ্যের ভিত্তিতে শুক্রবার সন্ধ্যায় জামালপুর সদর উপজেলার মাদারপুর এলাকায় অভিযান চালানো হয়। এ সময় আমেরিকান ১০০ ডলারের ২২টি জাল নোটসহ আজগরকে আটক করা হয়। অভিযানে নেতৃত্ব দেন র্যাব-১৪ (সিপিসি-১) ক্যাম্পের কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লিডার আশিক উজ্জামান।
তিনি বলেন, আটক ব্যক্তি দীর্ঘদিন ধরে ময়মনসিংহ ও জামালপুর জেলার বিভিন্ন স্থানে আমেরিকান জাল ডলার বিক্রয় করে সাধারণ জনগণের সঙ্গে প্রতারণা করে আসছিলেন। তার নামে জামালপুর সদর থানায় সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করা হয়েছে।