ছয় মাস পর করোনায় মৃত্যুশূন্য ময়মনসিংহ মেডিকেল

ছয় মাস পর করোনায় মৃত্যুশূন্য ময়মনসিংহ মেডিকেল

October 27, 2021 658 Views

বিএমটিভি নিউজ ডেস্কঃ ছয় মাস পর ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের ডেডিকেটেড করোনা ইউনিটে করোনা আক্রান্ত বা উপসর্গ নিয়ে কোনো রোগীর মৃত্যু হয়নি। এই হাসপাতালের করোনা ওয়ার্ডের ফোকাল পার্সন মহিউদ্দিন খান মুন এই তথ্য জানিয়েছেন।

তিনি জানান, গত ২৪ ঘণ্টায় করোনা ডেডিকেটেড ইউনিটে নতুন ৯ জন ভর্তিসহ হাসপাতালের করোনা ওয়ার্ডে ৬৮ জন রোগী আছেন। এদের মধ্যে চারজন আইসিউতে চিকিৎসাধীন আছেন। একই সময়ে সুস্থ হয়ে সাতজন হাসপাতাল ছেড়ে গেছেন।

চলতি অক্টোবর মাসে এই হাসপাতালে করোনা ও উপসর্গে ৯৯ জনের মৃত্যু হয়েছে। আর জুলাই, আগস্ট ও সেপ্টেম্বর মাসে করোনা ও উপসর্গে ১০২৬ জনের মৃত্যু হয়েছিল।

ময়মনসিংহের সিভিল সার্জন ডা. নজরুল ইসলাম জানান, গত ২৪ ঘণ্টায় ১০১টি নমুনা পরীক্ষায় করোনা শনাক্ত হয়নি। এ পর্যন্ত জেলায় মোট আক্রান্ত ২২ হাজার ৭২ জন এবং সুস্থ হয়েছেন ২১ হাজার ৪৯৬ জন

সাম্প্রতিক