স্টাফ রিপোর্টার, বিএমটিভি নিউজঃময়মনসিংহ কোতোয়ালী মডেল থানা পুলিশ অভিযান চালিয়ে গত ২৪ ঘন্টায় বিভিন্ন অপরাধের দায়ে ১৮ জন আসামীকে গ্রেফতার করেছে।
কোতোয়ালী মডেল থানার ওসি শাহ কামাল আকন্দ জানান, আইন শৃংখলা নিযন্ত্রণ, মাদক ও জুয়ামুক্ত অঞ্চল গড়তে পুলিশ সুপার মোহাঃ আহমার উজ্জামানের নির্দেশে নিয়মিত অভিযান এর অংশ হিসাবে গত ২৪ ঘন্টায় বিভিন্ন অপরাধের ১৮ জনকে গ্রেফতার করা হয়েছে। এসআই (নিঃ) অমিত হাসান এর নেতৃত্বে একটি টীম অভিযান চালিয়ে থানার বাঘমারা পুরাতন মেডিকেল গেইট সংলগ্ন নুর হোসেন এর চায়ের দোকানের সামনে হতে লক্ষাধিক টাকা মুল্যের ১০(দশ)পুটলা হেরোইনসহ আসামী শাহাজাদা ওরফে শাহ ওরফে শাহ আলম (৪৫), সাং-৩২/এ সেহড়া চামড়া গুদাম, থানা- কোতোয়ালী, ময়মনসিংহকে গ্রেফতার করেন ।
এসআই(নিঃ) শুভ্র সাহা এর নেতৃত্বে অভিযান চালিয়ে কোতোয়ালীর বাঘমারা পুরাতন মেডিকেল গেইট সংলগ্ন নুর হোসেন এর চায়ের দোকানের সামনে হতে অন্যান্য মামলার আসামী আবুল কালাম আজাদ ওরফে কালু (৪৫), দুদু মিয়া (২৮), হাফিজুল ইসলাম ওরফে হাবেন(৩০), সর্ব সাং-বয়ড়া, বাকৃবি শেষ মোড়, সর্ব থানা-কোতোয়ালী, ময়মনসিংহদেরকে গ্রেফতার করেন।
এসআই (নিঃ) নিরুপম নাগ, এসআই(নিঃ) টিটু সরকার, এসআই (নিঃ) ফারুক আহম্মেদ, এসআই (নিঃ) মেহেদী হাসান, এএসআই (নিঃ) আমির হামজা, এএস্আই(নিঃ) সোহেল রানা, এএসআই(নিঃ) মোজাম্মেল হক, এএস্আই(নিঃ) সুজন চন্দ্র এবং এএসআই(নিঃ)আল আমিন সিআর সাজা, সিআর ও জিআর পরোয়ানা ভূক্ত আসামী সেলিম মিয়া, জামাল উদ্দিন, , উভয় সাং-পয়েস্তী তারাপুর, মাসুদ করিম, , সাং-মেসার্স আসাদ টেলিকম, সিকে ঘোষ রোড, আ্নোয়ার হোসেন, সাং-কাশর জেল রোড (ঠাকুরবাড়ী রোড), জলিল (৫৫), সাং-মীরকান্দাপাড়া, জাফার ওরফে জাফর, সাং-চরকালীবাড়ী, আলা উদ্দিন, সাং-কাশর, হাফিজুর রহমান ইমন,সাং-আকুয়া চুকাইতলা, জাহাঙ্গীর, সাং-বয়ড়া বটতলা বাজার, স্বপন আহম্মেদ জয় (৩৫), সাং-চর খরিচা, আল আমিন হোসেন (৩০), সাং-চর খরিচা, মোখলেছুর রহমান (৫৮), সাং-চর খরিচা, ইন্দ্রজিত চন্দ্র পাল(২৭),, সাং-বয়ড়া (শেষ মোড়), রবিন, পিতা-আবুল হোসেন, সাং-কৃষ্টপুর, সর্বথানা কোতোয়ালী, জেলা-ময়মনসিংহদেরকে গ্রেফতার করেন।
গ্রেফতারকৃত প্রত্যেককে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।