বগুড়ায় আন্তর্জাতিক নার্সেস দিবসে টিএমএসএস নার্সিং কলেজে আলোচনা 

image

You must need to login..!

Description

উত্তরাঞ্চল প্রতিনিধিঃ বিএমটিভি নিউজঃ  বগুড়ায় অবস্থিত দেশের শীর্ষ স্থানীয় এনজিও টিএমএসএস কর্তৃক আয়োজিত আন্তর্জাতিক নার্সেস দিবস ২০২২ উদযাপন উপলক্ষে টিএমএসএস নার্সিং কলেজ, টিএমএসএস মেডিকেল কলেজ ও রফাতুল্লাহ্ কমিউনিটি হাসপাতালের আয়োজনে সম্প্রতি আলোচনা এবং দিনব্যাপী বিভিন্ন কর্মসূচী পালিত হয়।
টিএমএসএসের নার্সিং কলেজের অধ্যক্ষ রাবেয়া বেগমের সভাপতিত্বে টিএমএসএস মেডিকেল কলেজ লেকচার গ্যালারীর আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের নার্সিং অনুষদের ডীন ও নীলফামারী মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা.মোঃ রবিউল ইসলাম শাহ। প্রধান অতিথি তার বক্তৃতায় বলেন,নার্সিং একটি সম্মানজনক পেশা। এ পেশার মধ্যে কাজ করে নিজের আত্মসন্তুষ্টি অর্জন করা যায়। বর্তমানে সরকারের ঐক্যান্তিক প্রচেষ্টায় এ পেশা এখন গৌরব জনক পেশা। নার্সিং পাশ করে এ পেশার মধ্যে দিয়ে এখন শিক্ষকতায় সর্বোচ্চ পর্যায়ে পৌঁছা সম্ভব। সেই সাথে সর্বোচ্চ ডিগ্রি অর্জন করে দক্ষতার সাথে দেশে বিদেশে কাজ করা সম্ভব। তিনি আগামী প্রজন্মকে এ পেশায় আত্মনিয়োগের আহবান জানান।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন বগুড়া নার্সিং কলেজের অধ্যক্ষ মোঃ মনজুর হোসেন। অনুষ্ঠানে বক্তব্য রাখেন টিএমএসএস উপ-নির্বাহী পরিচালক ডা.মতিউর রহমান,টিএমএসএস পরিচালনা পর্ষদের উপদেষ্টা আয়শা বেগম, টিএমএসএস মেডিকেল কলেজ ও রফাতুল্লাহ কমিউনিটি হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল (অবঃ) ডাঃ মোঃ জামিলুর রহমান,প্রফেসর ডা. আব্দুস গফুর মন্ডল,অধ্যাপক ডা.অনুপ চৌধুরী, ডা.এ এইচ এম আকতারুজ্জামান, প্রভাষক নিলুফার ইয়াসমিন প্রমুখ। ধন্যবাদ জ্ঞাপন করেন ডা. আব্দুস সামাদ। অনুষ্ঠানের শুরুতে নবাগত নার্সদের শিরাবরণ ও শপথ বাক্য পাঠ অনুষ্ঠিত হয়। এর আগে নার্সিং শিক্ষার্থী ও শিক্ষকদের অংশগ্রহণে বগুড়া-রংপুর মহাসড়কে র‌্যালী ও রক্ত দান কর্মসূচী অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় টিএমএসএসের বিভিন্ন শ্রেণীর কর্মকর্তা,কর্মচারী,বিভিন্ন শ্রেণি পেশার মানুষ,এনজিও কর্মী, ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার প্রতিনিধি উপস্থিত ছিলেন।

প্রধান সম্পাদকঃ
মতিউল আলম

সম্পাদক ও প্রকাশকঃ
মাকসুদা আক্তার