স্টাফ রিপোটার, বিএমটিভি নিউজঃ গত ২৪ ঘন্টায় ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানা পুলিশ অভিযান পরিচালনা করে ৬ জন আসামীকে গ্রেফতার করেছে।
কোতোয়ালী মডেল থানার ওসি শাহ কামাল আকন্দ জানান, পুলিশ সুপার (পদোন্নতিপ্রাপ্ত অতিরিক্ত ডিআইজি) মোহাঃ আহমার উজ্জামানের নির্দেশে আইন শৃংখলা নিয়ন্ত্রণ, অপরাধীদের গ্রেফতার ও আদালতের নির্দেশ বাস্তবায়নে কোতোয়ালী পুলিশ নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে। এরই অংশ হিসেবে বৃহস্পিতবার সকাল পর্যন্ত ২৪ ঘন্টায় অভিযান চালিয়ে ৬জনকে গ্রেফতার করা হয়েছে।
এসআই (নিঃ) অসীম কুমার দাস, এএসআই (নিঃ) মাসুম রানা, এএসআই (নিঃ)রেজাউল করিম প্রত্যেক পৃথক পৃথক অভিযান পরিচালনা করে ০৩টি জিআর বডি তামিল করে। জিআর মামলায় পরোয়ানাভূক্ত ৩ জন আসামীেক তারা হেলন, কােতায়ালীর বাজার মরাখলা, গ্রাম-বলাশপুেরর মোঃ নাসির উদ্দিন, অষ্টধার বাজারের এনামুল (২৫) ও চকশ্যামরামপুর (সরকার বাড়ি) এরশাদ (৩০) ।
এএসআই(নিঃ) আনোয়ার হোসেন এবং এএসআই(নিঃ)রুহুল আমিন প্রত্যেক পৃথক পৃথক অভিযান চালিয়ে ২টি সিআর মামলা পরোয়ানাভূক্ত ২ আসামীকে গ্রেফতার করেন, আমিরুল/আমিরুল ইসলাম (৩৩)ও মোঃ আকাশ মিয়া
এএসআই(নিঃ) হাফিজুর রহমান ১টি সাজাপ্রাপ্ত আসামী কোতোয়ালীর গলগন্ডা স্কুল রোড, মোঃ মাসুদুর রহমান।
গ্রেফতারকৃত আসামীদেরকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়।