দিনাজপুর আনসার ব্যাটালিয়ন ইউনিটের প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপিত

দিনাজপুর আনসার ব্যাটালিয়ন ইউনিটের প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপিত

BMTV Desk No Comments

আঃ খালেক পিভিএএম,পাবনা\  দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব সুরক্ষা,অভ্যন্তরীণ আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশ বাহিনীকে সহযোগিতা করা ও জাতীয় উন্নয়ন সুনিশ্চিত করার লক্ষ্যে প্রতিষ্ঠিত বাংলাদেশ ব্যাটালিয়ন আনসার বাহিনীর দিনাজপুর বাংলা হিলিতে ১১-আনসার ব্যাটালয়ন ইউনিটের ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকী জাঁকজমক পূর্ণ ভাবে উদযাপিত হয়।এ উপলক্ষে গত ২৯ সেপ্টেম্বর দিনাজপুর হিলি ব্যাটালিয়ন সদর দপ্তরে আয়োজিত এক অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে ফিতা ও কেক কেটে আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধান অতিথি বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর রংপুর রেঞ্জ পরিচালক মোঃ আব্দুস সামাদ,পিভিএমএস। তিনি ১১ আনসার ব্যাটালিয়ন সদর দপ্তরে পৌঁছালে তাঁকে ফুলেল শুভেচ্ছা জানান ব্যাটালিয়ন পরিচালক মোহাঃ ইয়াছিন আরাফাত,পিভিএমএস। এসময় ব্যাটালিয়ন আনসারের একটি চৌকশ দল প্রধান অতিথিকে গার্ড অব অনার প্রদান করেন। প্রধান অতিথি রেঞ্জ পরিচালক আব্দুস সামাদ ব্যাটালিয়ন অধিনায়ককে সাথে নিয়ে বেলুন উড্ডয়ন ও পায়রা মুক্তকরণের মাধ্যমে ব্যাটালিয়নের প্রতিষ্ঠা বার্ষিকী কার্যক্রমের আনুষ্ঠানিক সূচনা করেন। দিনব্যাপী কর্মসূচীর মধ্যে ছিল কেক কাটা,সদস্যদের দরবার, মধ্যাহ্ন ভোজসহ ক্রীড়া ও সাংস্কৃতিক সংগীতা অনুষ্ঠান। ব্যাটালিয়ন কর্মকর্তা,কর্মচারী, সদস্যবৃন্দ ও অতিথিদের মধ্যে সৌজন্য উপহার ও পুরস্কার বিতরণ করেন রেঞ্জ পরিচালক আব্দুস সামাদ।শেষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগের মধ্যদিয়ে আনসার ব্যাটালিয়নের প্রতিষ্ঠা বার্ষিকীর সমাপ্তি ঘটে। অনুষ্ঠানে কোম্পানী কমান্ডার মোঃ গোলজার হোসেন,বিভাগীয় ও বহিঃবিভাগীয় অনেক কর্মকর্তা, কর্মচারী সংশ্লিষ্ট আনসার ব্যাটালিয়নের বিভিন্ন পদস্থ সদস্যবৃন্দ,ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিক উপস্থিত ছিলেন।