বগুড়ায় আনসার ভিডিপির উপজেলা সমাবেশ অনুষ্ঠিত

বগুড়ায় আনসার ভিডিপির উপজেলা সমাবেশ অনুষ্ঠিত

BMTV Desk No Comments

আঃ খালেক পিভিএম,পাবনা   বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর বগুড়া জেলার কাহালু উপজেলা আনসার ও ভিডিপির বার্ষিক উপজেলা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার ২৯ নভেম্বর কাহালু উপজেলা পরিষদ অডিটোরিয়ামে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী কাহালু উপজেলার বার্ষিক সমাবেশ অনুষ্ঠিত হয়।কাহালু উপজেলার সহকারী কমিশনার ভূমি ও উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) সবুজ কুমার বসাকের সভাপতিত্বে অনুষ্ঠিত আনসার ও ভিডিপি সমাবেশে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে বিভিন্ন দিক নির্দেশনা মূলক বক্তব্য দেন কাহালু উপজেলা পরিষদ চেয়ারম্যান আল হাসিবুল হাসান সুরুজ।বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা মাহবুব হাসান,ডা. মোঃ মাহবুব হাসান চৌধুরী,আবদুল্লাহ আল মামুন,মোঃ উজ্জল হোসেন ও মোঃ আব্দুর রশিদ লালু প্রমুখ।উপজেলার বার্ষিক প্রতিবেদন পাঠ ও শুভেচ্ছা বক্তব্য দেন উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা।অনুষ্ঠানটিতে উপজেলার অন্তর্গত সকল ইউনিয়নের দলনেতা,দলনেত্রী ও ওয়ার্ড আনসার ভিডিপি সদস্য বৃন্দ সহ উপজেলার দুই শতাধিক আনসার ও ভিডিপি সদস্য উপস্থিত ছিলেন।সমাবেশে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ,রাজনৈতিক নেতৃবৃন্দ,ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার প্রতিনিধি উপস্থিত ছিলেন।