ত্রিশাল (ময়মনসিংহ) প্রতিনিধি
জাতিসংঘের নিরাপত্তা পরিষদের ১৩২৫ রেরজুলেশনের ভিত্তিতে নারী, শান্তি ও নিরাপত্তা বিষয়ক জাতীয় কর্ম পরিকল্পনা বাস্তবায়নের উদ্দেশে ̈ গঠিত ষ্টিয়ারিং কমিটির চতুর্থ সভা গতকাল মঙ্গলবার ময়মনসিংহের ত্রিশালে শশী ফাউন্ডেন্ডশান হল রুমে অনুষ্ঠিত হয়েছে। সভায় পূর্বে গৃহীত কর্মপরিকল্পনা ও জেন্ডার সমতা, উপজেলা পর্যায়ে নারী ও মেয়েদের উপর সংঘাত ও সহিংসতার প্রভাব এবং শান্তি বিনির্মাণ প্রক্রিয়ায় নারীর অংশগ্রহণ নিয়ে বিশদ ভাবে আলোচনা হয়। ষ্টিয়ারিং কমিটির সভা পরিচালনা করেন বাংলাদেশ নারী প্রগতি সংঘ (বিএনপিএস) নেত্রকোণা কেন্দ্রের ব্যবস্থাপক ও ত্রিশালের সমন্বয়ক মৃনাল কান্তি চক্রবর্তী। সভায় অনলাইেেন যুক্ত থেকে বিভিন্ন দিকনির্দেশা ও পরামর্শ প্রদান করেন বিএনপিএস এর উপ-পরিচালক নাসরিন বেগম এবং জিএনডাব্লিওপির বাংলাদেশের প্রতিনিধি পাহিমা আহমেদ। সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ত্রিশাল উপজেলা একাডেমিক সুপারভাইজার শাহানা আক্তার, উপজেলা শিক্ষা অফিসার আলী সিদ্দিক, রওশনআরা বালিকা উচ্চ বিদদ্যালয়ের প্রধান শিক্ষক আসমা আক্তার, পোড়াবাড়ী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক অবিনাশ দাম প্রমুখ।