ধোবাউড়া প্রতিনিধি, বিএমটিভি নিউজঃ ময়মনসিংহের ধোবাউড়ায় ৯ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে মো. সিরাজ (৭০) নামে এক বৃদ্ধকে আটক করে পুলিশে দিয়েছে জনতা। ক্ষুদ্ধ স্থানীয়রা বৃদ্ধকে গলায় জুতার মালা পড়িয়ে বাজারে ঘুরিয়েছে স্থানীয়রা। মঙ্গলবার (২১ ডিসেম্বর) সন্ধ্যায় উপজেলার এরশাদ বাজার এলাকায় ওই বৃদ্ধকে জুতার মালা পরিয়ে ঘূরানো হয়।
এর আগে সোমবার (২০ ডিসেম্বর) বিকেলে ওই শিশুকে খাবার ও টাকার লোভ দেখিয়ে নিজের ঘরে নিয়ে ধর্ষণ করে ওই বৃদ্ধ। এসময় তার চিৎকার চেঁচামেচিতে এলাকাবাসীরা গিয়ে তাকে উদ্ধার করে এবং থানায় খবর দেয়। খবর পেয়ে ঘটনাস্থল থেকে মোহাম্মদ সিরাজকে আটক করেছে পুলিশ। এ ঘটনায় ভুক্তভোগীর বাবা নূরুল ইসলাম বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইন সংশোধনী ২০০৩ ৯ এর ১ ধারায় ধোবাউড়া থানায় একটি মামলা দায়ের করেছে। অফিসার ইনচার্জ আবুল কালাম আজাদ বলেন, আসামীকে আদালতে সোপর্দ করে ভুক্তভোগীর আলামত সংগ্রহের জন্য তাকে ময়মনসিংহ মেডিকেল হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, ঘটনাটি শুনে স্থানীয় ইউপি সদস্য মোফাজ্জল হোসেন মিমাংসা করার চেষ্টা করেন। কিন্তু বিষয়টি দ্রুত এলাকায় ছড়িয়ে পড়লে সিরাজ মিয়াকে মেম্বারের নির্দেশে আটকে রাখে স্থানীয়রা। পরে তার গলায় জুতার মালা পরিয়ে এরশাদ বাজারে নিয়ে আসে। এ সময় সিরাজ মিয়ার গলায় জুতার মালা পরিয়ে বাজারের বিভিন্ন জায়গায় ঘুরানো হয়।
বিষয়টি নবনির্বাচিত চেয়ারম্যান হারুন অর রশিদ জানতে পেরে থানা পুলিশকে জানায়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ওই বৃদ্ধকে থানায় নিয়ে আসে।##