
You must need to login..!
Description
স্টাফ রির্পোটার,বিএমটিভি নিউজঃময়মনসিংহ জেলা গোয়ান্দা শাখা, ডিবি পুলিশ এর অভিযান চালিয়ে ১ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ ৩ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে।
ডিবির ওসি মোঃ সফিকুল ইসলাম জানান, মাদক ও জুয়ামুক্ত ময়মনসিংহ জেলা গড়তে ময়মনসিংহ পুলিশ সুপার মুহাম্মদ আহমার উজ্জামান এর নির্দেশনায় এসআই(নিঃ) মোঃ সোহরাব আলী সংগীয় অফিসার ফোর্সসহ ৪ ফেব্রুয়ারী ২০২২ রাতে ময়মনসিংহ ভালুকা থানার নিশিন্দা মান্নান সুপার মার্কেটের সামনে থেকে ১হাজার পিস ইয়াবা ট্যাবলেটসসহ মাদক ব্যবসায়ী কক্সবাজার,চকরিয়া, থানার বাটাখালী গাটিয়ারচরের জোনায়েদ (২৮), বাগেরহাট চিতলমারী, থানার বড়বাড়ীয়ার (গাংপাড়), মোঃ সোহেল শেখ (২৩), ভালুকা পুরুড়া পূর্বপাড়ার মোঃ সুমন মিয়া (২৮) কে গ্রেফতার করা হয়। এব্যাপারে ৩ মাদক ব্যাবসায়ীর বিরুদ্ধে ভালুকা মডেল থানায় মামলা দায়ের করা হয়। আসামিদেরকে বিজ্ঞ আদালতে সোপর্দ্দ করা হয়েছে।
গ্রেফতারকৃত আসামীদের পূর্ব ইতিহাস মোঃ জোনায়েদ (২৮) কক্সবাজার এর চকরিয়া থানার এফআইআর নং-৪২, তারিখ- ২৭ অক্টোবর, ২০১৫; জি আর নং-৪৫৮/১৫ (চকরিয়া), তারিখ- ২৭ অক্টোবর, ২০১৫; সময়- ধারা- ৩৯৯/৪০২ পেনাল কোড-১৮৬০; , এই মামলায় সে এজাহারে অভিযুক্ত আসামী।
মোঃ সোহেল শেখ (২৩) গোপালগঞ্জ এর টুঙ্গিপাড়া থানার এফআইআর নং-১০, তারিখ-২৮ নভেম্বর, ২০১৩; সময়- ধারা- ৪৫৭/৩৮০ পেনাল কোড-১৮৬০; ,এই মামলায় সে এজাহারে অভিযুক্ত আসামী। (বাগেরহাট এর চিতলমারী থানার এফআইআর নং-০৭/২০৪, তারিখ- ১২ জুলাই, ২০১৩; সময়- ধারা-৩৮০/৪৫৭ পেনাল কোড-১৮৬০; , এই মামলায় সে এজাহারে অভিযুক্ত আসামী ও বাগেরহাট এর চিতলমারী থানার এফআইআর নং-১০, তারিখ-১৫ মে, ২০১১; জি আর নং-৮৮/১১, তারিখ-১৫ মে, ২০১১; সময়- ধারা- ৩৮০/৪৬১/৪১১ পেনাল কোড-১৮৬০; , এই মামলায় সে এজাহারে অভিযুক্ত আসামী ও বাগেরহাট এর চিতলমারী থানার এফআইআর নং-২, তারিখ- ০১ নভেম্বর, ২০১১; জি আর নং-২১৬/১১, তারিখ- ০১ নভেম্বর, ২০১১; সময়-ধারা- ১৯(১) এর ৭(ক) ১৯৯০ সালের মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইন এই মামলায় সে এজাহারে অভিযুক্ত আসামী।
মোঃ সুমন মিয়া (২৮) ময়মনসিংহ এর ভালুকা থানার এফআইআর নং-৩৬, তারিখ- ২৭ সেপ্টেম্বর, ২০১৪; সময়- ধারা- ৩৬৪-ক/৩৯২/৩০২/২০১/৪১১/৩৪ পেনাল কোড-১৮৬০; , এই মামলায় সে এজাহারে অভিযুক্ত -আসামী।