বাম  জোটের ডাকা অর্ধবেলা হরতালের সমর্থনে  শাহবাগে মিছিল ও সমাবেশ

বাম জোটের ডাকা অর্ধবেলা হরতালের সমর্থনে শাহবাগে মিছিল ও সমাবেশ

March 28, 2022 319 Views

বিএমটিভ নিউজ ডেস্কঃ দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে বাম গণতান্ত্রিক জোটের ডাকা অর্ধবেলা হরতালের সমর্থনে আজ ভোরে রাজধানীর শাহবাগে মিছিল ও সমাবেশ করেছে প্রগতিশীল ছাত্র জোট।

সোমবার (২৮ মার্চ) সকাল সাড়ে ৬টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি থেকে একটি মিছিল নিয়ে শাহবাগে যায় বামপন্থি ছাত্রদের সংগঠনের জোট প্রগতিশীল ছাত্র জোট। মিছিলে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট, বিপ্লবী ছাত্র মৈত্রী, ছাত্র ফেডারেশনসহ কয়েকটি বাম সংগঠনের অর্ধশতাধিক নেতাকর্মী অংশ নেন।

মিছিল শেষে শাহাবাগ মোড়ে তারা অবস্থান নিয়ে বিক্ষোভ প্রদশর্ন করতে থাকেন। এ সময় তারা হরতালের সমর্থনে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, বন্ধ করো করতে হবে; দ্রব্যমূল্য কমিয়ে দে, নইলে গদি ছেড়ে দে; দোকানপাট খুলবে না, গাড়ির চাকা ঘুরবে না ইত্যাদি স্লোগান দিতে থাকেন। তারা রাস্তায় টায়ার জ্বালিয়ে সড়ক অবরোধের চেষ্টাও করেন।

তাদের অবস্থানের কারণে প্রায় ঘন্টাখানেকে পর্যন্ত শাহবাগ থেকে পল্টন, সায়েন্স ল্যাব, বাংলামোটর ও টিএসসি অভিমুখী সড়কে যান চলাচল বন্ধ ছিল।শাহাবাগ মোড়ে বাম সংগঠনের নেতাকর্মীদের অবস্থানকে ঘিরে সতর্ক অবস্থানে ছিল আইনশৃঙ্খলা বাহিনী।

এ সময় সংগঠনের নেতাকর্মীরা নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের লাগামহীন ঊর্ধ্বগতি জনগণের দুর্ভোগের কথা উল্লেখ করে সরকারের কঠোর সমালোচনা করেন। খুব দ্রুত দ্রব্যমূল্যের লাগাম টানতে সরকার প্রয়োজনীয় পদক্ষেপ না নিলে সামনে আরও কঠোর কর্মসূচির পালনের ঘোষণাও দেন তারা।

প্রসঙ্গত, নিত্যপণ্যের দাম বৃদ্ধির প্রতিবাদে সারা দেশে আজ সোমবার অর্ধদিবস হরতাল পালন করবে বাম গণতান্ত্রিক জোট। ‘ভোজ্যতেল-চাল-ডাল-পেঁয়াজসহ খাদ্যদ্রব্যের লাগামহীন দাম এবং গ্যাস-বিদ্যুৎ-পানির দাম বৃদ্ধির অপতৎপরতা বন্ধে’ হরতালের ডাক দেয় বাম জোট। ১১ মার্চ ডাকা হরতালের পক্ষে ইতিমধ্যে ঢাকাসহ সারা দেশে প্রচারপত্র বিলি, সভা, সমাবেশ, মিছিল ও গণসংযোগ করে জোট।।

সাম্প্রতিক