স্টাফ রির্পোটার, বিএমটিভি নিউজঃ গফরগাঁও উপজেলার রাওনা ইউনিয়নের ধোপাঘাট গ্রামের মোঃ মাকসুদুল হক (৪৮) গত শ্রক্রবার রাতে মোটরসাইকেল সড়ক দূর্ঘটনায় নিহত হয়েছে । নিহত মোঃ মাকসুদুল হক গফরগাঁও উপজেলার দক্ষিণে পাগলা থানায় মাইজবাড়ি দাখিল মাদরাসায় সিনিয়র শিক্ষক ছিলেন । এলাকাবাসী মোটর সাইকেলটি আটক করে রেখেছে । নিহত পরিবারের পক্ষ থেকে অভিযোগ না থাকায় গফরগাঁও থানায় ইউডি মামলা হয়নি বলে পুলিশ জানায় । ইদানিংকালে প্রতিনিয়তই মোটর সাইকেল দূর্ঘটনা ঘটছে । ##