September 17, 2022
92
No Comments

You must need to login..!
Description
স্টাফ রির্পোটার, বিএমটিভি নিউজঃ গফরগাঁও উপজেলার রাওনা ইউনিয়নের ধোপাঘাট গ্রামের মোঃ মাকসুদুল হক (৪৮) গত শ্রক্রবার রাতে মোটরসাইকেল সড়ক দূর্ঘটনায় নিহত হয়েছে । নিহত মোঃ মাকসুদুল হক গফরগাঁও উপজেলার দক্ষিণে পাগলা থানায় মাইজবাড়ি দাখিল মাদরাসায় সিনিয়র শিক্ষক ছিলেন । এলাকাবাসী মোটর সাইকেলটি আটক করে রেখেছে । নিহত পরিবারের পক্ষ থেকে অভিযোগ না থাকায় গফরগাঁও থানায় ইউডি মামলা হয়নি বলে পুলিশ জানায় । ইদানিংকালে প্রতিনিয়তই মোটর সাইকেল দূর্ঘটনা ঘটছে । ##