ময়মনসিংহ মেডিকেল কলেজ করোনায় মারা যায়নি কেউ কমেছে সনাক্ত

ময়মনসিংহ মেডিকেল কলেজ করোনায় মারা যায়নি কেউ কমেছে সনাক্ত

BMTV Desk No Comments

শফিকুল ইসলাম,বিএমটিভি নিউজঃ ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতলের করোনা ইউনিটে গত ২৪ ঘন্টায় কোন করোনা রোগী মারা যায়নি সেই সাথে সনাক্ত কমেছে উল্লেখযোগ্য ভাবে ।
বৃহস্পতিবার (১০ ফেব্রুয়ারী) সকালে বিষয়টি নিশ্চিত করে হাসপাতালের করোনা ইউনিটের ফোকাল র্পাসন ডা: মহিউদ্দিন খান মুন ।
তথ্য অনুযায়ী দেখা যায় এবছর ফেব্রুয়ারীর প্রথম দিন করোনার সনাক্ত হয়েছিল ২৬২জন কিন্তু গত ২৪ ঘন্টায় নতুন সনাক্ত হয়েছে ৫১ জন ।
গত ২৪ ঘন্টায় মোট সেবা নিয়েছেন ১৩৪ জন এবং টেলিমেডিসিন সেবা নিয়েছেন ২২ জন ।
করোনা ইউনিটে বর্তমানে মোট রোগী ভর্তি আছেন ৯১ জন করোনা পজিটিভ রোগী আছে ৪৭ জন ।
এর মধ্যে ৮ জন আইসিইউতে আছেন। গত ২৪ ঘণ্টায় নতুন রোগী ভর্তি হয়েছেন ২৫ জন, সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১৭ জন।