স্টাফ রিপোর্টার, বিএমটিভি নিউজঃ গত ২৪ ঘন্টায় ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানা পুলিশ অভিযান চালিয়ে ১০ জন আসামীদেরকে গ্রেফতার করেছে।
কোতোয়ালী মডেল থানার ওসি শাহ কামাল আকন্দ জানান, পুলিশ সুপার মাছুম আহাম্মদ ভুঞা এর নির্দেশে আইন শৃংখলা নিয়ন্ত্রণ, চুরি ছিনতাই ডাকাতি ও মাদক প্রতিরোধসহ আদালতের পরোয়ানা ভুক্ত ও সাজাপ্রাপ্ত পলাতক আসামিদের গ্রেফতার করে চলমান মামলা সমুহ অল্প সময়ের মধ্যে নিষ্পত্তি করতে কোতোয়ালি মডেল থানা পুলিশ নিয়মিত অভিযান চালিয়ে আসছে। এরই অংশ হিসেবে পুলিশ অভিযান পরিচালনা করে ১০ জনকে গ্রেফতার করেছে।
এসআই (নিঃ) মোঃ আসাদুজ্জামান এর নেতৃত্বে একটি টীম অভিযান চালিয়ে ময়মনসিংহ কোতোয়ালী থানার কেওয়াটখালী রেলওয়ে কলোনীর গ্রামীন টাওয়ারের সামনে সরকারী পাকা রাস্তার উপর হইতে মাদক মামলার আসামী আইনুল(৩৫), সাং-উজান পাড়া, থানা-ত্রিশাল, নূপুর (২৫), স্বামী-রতন, সাং-কেওয়াটখালী রেলওয়ে কলোনী, থানা-কোতোয়ালী, উভয় জেলা-ময়মনসিংহদ্বয়কে গ্রেফতার করা হয় এবং তাহাদের নিকট হতে ০১(এক)পুটলা কথিত হেরোইন, যাহার ওজন ০৫(পাঁচ)গ্রাম হেরোইন উদ্ধার করা হয়।
এসআই (নিঃ) জহিরুল ইসলাম এর নেতৃত্বে একটি টীম অভিযান চালিয়ে ময়মনসিংহ কোতোয়ালী থানার চরপাড়া এলাকা হতে ডাকাতির চেষ্টা মামলার আসামী আনোয়ার হোসেন @ কাইল্যা @ সকাল (২৫), সাং-ব্রাহ্মপল্লী, এপি/সাং-চরপাড়া কপিক্ষেত, মোঃ হৃদয় (১৯),সাং-চরপাড়া কপিক্ষেত, উভয় থানা-কোতোয়ালী, ময়মনসিংহদ্বয়কে গ্রেফতার করা হয়।
এসআই (নিঃ) উমর ফারুক এর নেতৃত্বে একটি টীম অভিযান চালিয়ে ময়মনসিংহ কোতোয়ালী থানার বেগুনবাড়ী এলাকা হতে অপহরন মামলার আসামী তোফাজ্জল হোসেন(৪৫), পিতামৃত-আব্দুল মজিদ, বিউটি আক্তার (৩৫), স্বামী-তোফাজ্জল হোসেন, উভয় সাং-রুপাখালী পালের ঘাট, থানা-কোতোয়ালী, জেলা- ময়মনসিংহদ্বয়কে গ্রেফতার করা হয়।
এসআই (নিঃ) অসীম কুমার দাস এর নেতৃত্বে একটি টীম অভিযান চালিয়ে ময়মনসিংহ জেলার ফুলপুর থানাধীন রুপসী এলাকা হতে নারী ও শিশু নির্যাতন মামলার আসামী ১।শাহরিয়ার হোসেন শান্ত (২২), পিতা-মোঃ আজিজুল হক বাবুল, সাং-আগিয়া, থানা-পূর্বধলা, জেলা-নেত্রকোনাকেকে গ্রেফতার
করা হয়।
এসআই (নিঃ) হারুনুর রশিদ এর নেতৃত্বে একটি টীম অভিযান চালিয়ে ময়মনসিংহ কোতোয়ালী থানার কাচারী রোড এলাকা হতে চুরি মামলার আসামী মেহেদী হাসান (১৯), পিতামৃত-জলিল, মাতা- পারভীন, নানামৃত-লালু মিয়া, সাং-কৃষ্টপুর নতুন কলোনী, থানা-কোতোয়ালী, ময়মনসিংহকে গ্রেফতার করা হয়।
ইহা ছাড়াও এএসআই(নিঃ) হযরত আলী অভিযান চালিয়ে ০১টি জিআর সাজা এবং এএসআই(নিঃ)আঃ সাত্তার অভিযান চালিয়ে ময়মনসিংহ কোতোয়ালী থানার ০১টি জিআর সহ সর্ব মোট ০২টি বডি তামিল করা হয়।
জিআর সাজাপ্রাপ্ত কোতোয়ালীর চর গোবদিয়ার লেকত আলী, জিআর গ্রেফতারী পরোয়ানায় মাসকান্দা হাইস্কুল রোডের রতন মিয়াকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আসামীদেরকে বিজ্ঞ আদালতে প্রেরন করা হয়েছে।