মসজিদ থেকে বের হয়ে সড়কে উঠতেই ট্রাকচাপায় একজন নিহত

মসজিদ থেকে বের হয়ে সড়কে উঠতেই ট্রাকচাপায় একজন নিহত

BMTV Desk No Comments

স্টাফ রিপোর্টার, বিএমটিভি নিউজঃ
ময়মনসিংহের নান্দাইলে নামাজ পড়ে মসজিদ থেকে বের হয়ে সড়কে উঠতেই ট্রাকচাপায় নজরুল ইসলাম (৪৩) নামের একজন নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২২ জুন) বিকেলে ময়মনসিংহ-কিশোরগঞ্জ সড়কের ঝালুয়া বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।নিহত নজরুল ইসলাম নান্দাইল সদর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের সাভার গ্রামের খালেক মিয়া ওরফে হাসু মিয়ার ছেলে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, আসরের নামাজ পড়তে মসজিদে যান নজরুল ইসলাম। নামাজ শেষে মসজিদ থেকে বেরিয়ে রাস্তায় আসতেই ময়মনসিংহগামী একটি দ্রুতগতির ট্রাক তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মারা যান নজরুল। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।নান্দাইল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম বলেন, ঘটনাস্থল থেকে ট্রাক জব্দ করা হয়েছে। তবে, চালক পালিয়ে গেছেন। নিহতের পরিবারের অভিযোগের ভিত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।