
You must need to login..!
Description
স্টাফ রিপোর্টার, বিএমটিভি নিউজঃ
,গতকাল ১৮ জুলাই ময়মনসিংহে ১ দফা দাবীতে পদযাত্রায় অংশ নিয়ে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মৃত্যু বরণকারী ময়মনসিংহ দক্ষিণ জেলা যুবদলের সহ গণশিক্ষা বিষয়ক সম্পাদক মোহাম্মদ রুহুল আমিন সরকারের জানাজার নামাজ ও দাফন আজ বুধবার সকালে মরহুমের গ্রামের বাড়ী ময়মনসিংহ সদরের পরানগঞ্জে অনুষ্ঠিত হয় । বিএনপির সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স ,ময়মনসিংহ মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক আবু ওয়াহাব আকন্দ, দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক জাকির হোসেন বাবলু,ময়মনসিংহ দক্ষিণ জেলা যুবদলের সভাপতি রোকনুজ্জামান সরকার সহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মী এবং বিপুল সংখ্যক জনসাধারণ জানাজায় উপস্থিত ছিলেন ।
বিএনপির পদযাত্রায় অংশগ্রহণকালে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে ময়মনসিংহ দক্ষিণ জেলা যুবদলের সহ গণশিক্ষা বিষয়ক সম্পাদক মোহাম্মদ রুহুল আমিন সরকারের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর শোকবার্তা প্রদান করেছেন। শোকবার্তায় বিএনপি মহাসচিব মোহাম্মদ রুহুল আমিন সরকারের আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোক সন্তপ্ত পরিবারবর্গের প্রতি গভীর সমবেদনা জানান ।##