স্টাফ রিপোর্টার, বিএমটিভি নিউজঃ
চলতি আমন সংগ্রহ/২০২৫-২৬ মৌসুমে ময়মনসিংহ বিভাগের ধান ও চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা ও সর্বশেষ অগ্রগতি বিষয়ে বুধবার (২৬ নভেম্বর) বিভাগীয় খাদ্যশস্য সংগ্রহ ও মনিটরিং কমিটির সভা অনুষ্ঠিত হয়। বিভাগীয় কমিশনার কার্যালয়ের কক্ষে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন ময়মনসিংহের বিভাগীয় কমিশনার ফারাহ শাম্মী, এনডিসি।
ময়মনসিংহ আঞ্চলিক খাদ্য নিয়ন্ত্রক মো: আশরাফুল আলম চলমান ২০২৫-২৬ মৌসুমে ময়মনসিংহ বিভাগের ধান ও চালের সর্বশেষ অগ্রগতি সম্পর্কে অবহিত করেন। তিনি জানান, ময়মনসিংহে চার জেলায় মোট ৫৪৪০ মেট্রিক টন ধান এবং ৯৬০৫৯ মেট্রিক টন সিদ্ধ চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। সময়সীমা ২০ নভেম্বর ২০২৫ হতে ২৮ ফেব্রুয়ারি ২০২৬ খ্রি: পর্যন্ত। এতে ধানের সংগ্রহ মূল্য প্রতি কেজি ৩৪ (চৌত্রিশ) টাকা এবং সিদ্ধ চালের সংগ্রহ মূল্য ৫০ ( পঞ্চাশ) টাকা নির্ধারণ করা হয়েছে। চলতি মৌসুমে ময়মনসিংহ বিভাগের ৩৩টি উপজেলায় ‘কৃষকের অ্যাপ’ এর মাধ্যমে ধান ক্রয় করা হবে। পাশাপাশি ‘ডিজিটাল চালকল ব্যবস্থাপনা’ এর মাধ্যমে নির্বাচিত উপজেলাসমূহ যেমন ময়মনসিংহ সদর, মুক্তাগাছা, গৌরীপুর, ঈশ্বরগঞ্জ, ফুলপুর, নেত্রকোনা সদর, মোহনগঞ্জ, দুর্গাপুর, মদন, জামালপুর সদর, শেরপুর সদর ও ঝিনাইগাতী উপজেলায় সফটওয়্যারের মাধ্যমে চাল সংগ্রহ করা হবে।
সভাপতি বলেন, ধান ও চাল সংগ্রহে সরকারের লক্ষ্যমাত্রা অনুযায়ী যাতে শতভাগ অর্জন করা যায় সে ব্যাপারে সজাগ থাকতে হবে। স্থানীয় উপজেলা প্রশাসনের সাথে সমন্বয় করে স্বচ্ছতার সহিত ধান চাল সংগ্রহ করুন। ‘কৃষকের অ্যাপ ও ডিজিটাল চালকল ব্যবস্থাপনা সফটওয়্যার’ ব্যবহার সম্পর্কে কৃষকদের মাঝে সচেতনতা গড়ে তুলতে হবে। সাধারণ কৃষকরা যাতে হয়রানির শিকার না হয়। কৃষক বাঁচলে বাঁচবে দেশ, সমৃদ্ধ হবে বাংলাদেশ।
এছাড়াও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক সালমা আক্তার, কৃষি বিপনন অধিদপ্তরের উপ-পরিচালক আফরোজা বেগম পারুল এবং আঞ্চলিক তথ্য অফিসের উপপ্রধান তথ্য অফিসার মোঃ মনিরুজ্জামান উপস্থিত ছিলেন। ###
মতিউল আলম