স্টাফ রিপোর্টার, বিএমটিভি নিউজঃ
ময়মনসিংহ প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লীগ ২০২৫-২০২৬ শুভ উদ্বোধন করেছেন প্রধান অতিথি বিজ্ঞ অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আসাদুজ্জামান। আজ ৫ ডিসেম্বর ২০২৫ শুক্রবার সকাল ৯টায় বেলুন উড়িয়ে উদ্বোধন করেন। ময়মনসিংহ সার্কিট হাউস মাঠে অনুষ্ঠিত প্রিমিয়ার লীগ উদ্বোধন অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মনসুর আলম চন্দন, ব্যবস্হাপনা পরিচালক, প্রান্ত স্পেশালাইজড হসপিটাল প্রাইভেট লিমিটেড।
সভাপতিত্ব করেন ময়মনসিংহের অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল্লাহ আল আমিন। আমন্ত্রিত অতিথি হিসাবে বক্তব্য দেন বিশিষ্ট ক্রীড়া সংগঠক জেলা ক্রীড়া সংস্থার সম্মানিত সদস্য মো: এনামুল হক লিটন। জেলা ক্রীড়া সংস্থা সম্মানিত সদস্য মাহবুবুল আলম।সার্বিক তত্বাবধানে ময়মনসিংহ জেলা ক্রীড়া অফিসার মোঃ আল- আমিন।
ময়মনসিংহ প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লীগ ১১টি দল অংশগ্রহন করেন। ২০২৫- ২০২৬ ময়মনসিংহ প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লীগ সাড়া বাংলাদেশে এই প্রথম শুরু হয়।
দলগুেলা হচ্ছে. মোহামেডান স্পোর্টিং ক্লাব. জাগ্রত ক্রীড়া চক্র. রেঁনেসা ক্লাব. ইশ্বরগন্জ ক্রিকেট ক্লাব. জিল্লুর রহমান স্পোর্টিং ক্লাব. দিপু সায়েম স্মৃতি পরিষদ. পন্ডিতপাড়া এথলেটিক ক্লাব. আল- হেলাল এ.সি. অসিত মেমোরিয়াল . কালিঝুলি স্পোর্টিং ক্লাব. থানারঘাট স্পোর্টিং ক্লাব।