ময়মনসিংহে কেন্দ্রীয় নজরুল সেনার আয়োজনে জাতীয় কবির ১২২তম জন্ম বার্ষিকী পালিত

image

You must need to login..!

Description

স্টাফ রিপোর্টার :বিএমটিভি নিউজ ঃ জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২২তম জন্ম বার্ষিকী উপলক্ষে মঙ্গলবার বিকালে কেন্দ্রীয় নজরুল সেনা  এক আলোচনা  সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করে।   স্বাস্থ্যবিধি মেনে ময়মনসিংহ নগরীর শ্যামচরণ রায় রোডস্থ বাংলাদেশ নজরুল সেনা কেন্দ্রীয় কার্যালয় আয়োজিত আলোচনা সভায় কেন্দ্রীয় নজরুল সেনার সভাপতি মিজানুর রহমান খান লিটনের সভাপতিত্বে ও সাহিত্য সম্পাদক কবি আমজাদ দোলন এর সঞ্চালনায় কবির কর্মময় জীবনের উপর আলোচনা করেন কবি শামসুল ফয়েজ, ডাঃ কে আর ইসলাম, প্রফেসর ড. এমদাদুল হক, মোঃ দেলোয়ার হোসেন, কেন্দ্রীয় নজরুল সেনার সহ সভাপতি জাহাঙ্গীর আহমেদ, সুলতান উদ্দিন আহমেদ, মাহবুব হোসেন সেলিম, আলমগীর রওশন, সাংবাদিক ও সঙ্গীত শিল্পী  নজীব  আশরাফ  প্রমূখ।

আলোচনা সভায় বক্তারা বলেছেন নজরুল আমাদের স্বাধীনতা সংগ্রামে তার গান প্রেরনা জুগিয়েছিল। নজরুল ছিলেন আমাদের স্বাধীনতা সংগ্রাম ও জীবন জাগরনের মুর্ত প্রতীক। নজরুল চর্চা নেই বলেই সমাজ থেকে আজ মানবিকতা ও নৈতিকতা উধাও হয়ে যাচ্ছে। অসাম্প্রদায়িক চেতনায় নজরুল তার লেখনিতে ভারতের হিন্দু, মুসলমানকে একই বৃন্তে দুটি ফুল উল্লেখ করেছিলেন।

প্রধান সম্পাদকঃ
মতিউল আলম

সম্পাদক ও প্রকাশকঃ
মাকসুদা আক্তার